Ajker Patrika

মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, নিখোঁজের ২ দিন পর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২১: ৪২
মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, নিখোঁজের ২ দিন পর মরদেহ উদ্ধার

মাকে বাঁচাতে সাঁতার না জানা থাকলেও চলন্ত লঞ্চ থেকে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া নৌপুলিশ। ঘটনার দুই দিন পর আজ বুধবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।  নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াজুল জান্নাত এ তথ্য নিশ্চিত করেন।

এসআই আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুরে মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন জেলেরা। পরে গজারিয়া নৌপুলিশের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের খবর দিলে নিহতের মামা আব্দুল রউফ চোকদারসহ অন্যান্য স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। 

এসআই আরও জানান, স্বজনদের খবর দিলে সন্ধ্যার একটু আগে তারা ফাঁড়িতে এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহের ময়নাতদন্ত না করার জন্য তাঁরা আবেদন জানিয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সে আবেদন মঞ্জুর করলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম. ভি বায়েজিদ জোনায়েদ-১ থেকে ছেলের সঙ্গে তুচ্ছ বিষয়ে মনোমালিন্য করে আকস্মিক ঝাঁপ দেন জামেরুন বেগম (৪০)। এ সময় তাকে বাঁচাতে তাঁর ছেলেও নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠে এলেও ছেলে নিখোঁজ হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত