নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের আগে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা প্রকাশ করে দুর্গাপূজার সময় রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো ধরনের কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রানা দাশ গুপ্ত বলেন, ‘এই সম্মেলন মঞ্চ থেকে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে একটি বিনীত আবেদন করতে চাই—আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যেন কোনো কর্মসূচি না দেয়। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের জনজীবনে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।’
নির্বাচনের আগে সারা দেশে আবারও সাম্প্রদায়িক সহিংসতা হতে পারে। অতীত অভিজ্ঞতা ও দেশের বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেও সেটারই পরিষ্কার ধারণা পাওয়া যায়। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুর্গাপূজার সময় বা তারপরেও দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে পারে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রায় একই সুরে কথা বলেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হচ্ছে।’
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁকে জানিয়েছি, শুধু শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলার কথা ভাবলে হবে না। আগামী নির্বাচনের আগের সময় পর্যন্ত দেশে যেন সাম্প্রদায়িক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য সকল রাজনৈতিক দলগুলোকে একটি সিদ্ধান্তে আসতে হবে।’
অমিতাভ বসাক বাপ্পী ও শ্যামল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ সাহা।
নির্বাচনের আগে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা প্রকাশ করে দুর্গাপূজার সময় রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো ধরনের কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রানা দাশ গুপ্ত বলেন, ‘এই সম্মেলন মঞ্চ থেকে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে একটি বিনীত আবেদন করতে চাই—আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যেন কোনো কর্মসূচি না দেয়। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের জনজীবনে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।’
নির্বাচনের আগে সারা দেশে আবারও সাম্প্রদায়িক সহিংসতা হতে পারে। অতীত অভিজ্ঞতা ও দেশের বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেও সেটারই পরিষ্কার ধারণা পাওয়া যায়। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুর্গাপূজার সময় বা তারপরেও দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে পারে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রায় একই সুরে কথা বলেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হচ্ছে।’
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁকে জানিয়েছি, শুধু শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলার কথা ভাবলে হবে না। আগামী নির্বাচনের আগের সময় পর্যন্ত দেশে যেন সাম্প্রদায়িক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য সকল রাজনৈতিক দলগুলোকে একটি সিদ্ধান্তে আসতে হবে।’
অমিতাভ বসাক বাপ্পী ও শ্যামল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ সাহা।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
১৯ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৪ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে