Ajker Patrika

শুক্রবারেও মেট্রোরেল চালাতে প্রস্তুত কর্তৃপক্ষ, খুলছে কাজীপাড়া স্টেশন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুক্রবারেও মেট্রোরেল চালাতে প্রস্তুত কর্তৃপক্ষ, খুলছে কাজীপাড়া স্টেশন 

মন্ত্রণালয়ের সম্মতি পেলে আগামী শুক্রবার থেকেই সপ্তাহে সাত দিন মেট্রোরেল পরিচালনা করবে পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। এ ছাড়া তিনি বলেছেন, আগামী শুক্রবার থেকেই কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে। 

শুক্রবারেও মেট্রোরেল পরিচালনার বিষয়ে আজ মঙ্গলবার বিকেল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ। তিনি বলেন, ‘সড়ক ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আমরা শুক্রবার মেট্রোরেল চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয় সায় দিলে আমরা পরশু শুক্রবার থেকেই ছুটির দিনের মেট্রোরেল পরিচালনা করতে চাই।’ 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনটি চালু করেছে ডিএমটিসিএল। আগামী শুক্রবার থেকে এ স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানা গেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের উপদেষ্টা (মুহাম্মদ ফাওজুল কবির খান) আমাদের নির্দেশনা দিয়েছেন মেট্রোরেল যেন শুক্রবারেও পরিচালনা করা হয়। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, কবে আমরা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন দুটি চালু করতে পারব। আমরা দ্রুততম সময়ে কাজ শেষ করছি। আগামীকাল বুধবার কাজীপাড়া স্টেশন প্রস্তুত হয়ে যাবে।’ 

মেট্রোরেলের অধস্তন কর্মচারীদের অতিরিক্ত ভাতার বিষয়টি সমাধান করা হয়েছে কি না জানতে চাইলে এমআরটি লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, ‘এই বিষয়টি দ্রুততম সময়ে সমাধান করবে কর্তৃপক্ষ। একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করি, শুক্রবার মেট্রোরেল পরিচালনা করতে সেটি কোনো বড় ইস্যু হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত