নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্মক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে ইউপি সচিব কল্যাণ তহবিল আহ্বায়ক কমিটি। জাতীয় প্রেসক্লাবে আজ রোববার খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনসহ সারা দেশে ইউপি সচিবদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মীর আবদুল বারেক। এ ছাড়া ভুক্তভোগীসহ সারা দেশ থেকে আসা ইউপি সচিবেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তাঁদের দাবিগুলো হলো—মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে বরখাস্ত করে শাস্তি প্রদান। কর্মক্ষেত্রে ইউপি সচিবেরা কোনো প্রকার হামলা বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত ইউপি সচিবের চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভুক্তভোগীর পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্ধারিত অফিস সময়ের পর ইকবাল হোসেনকে বাড়ি থেকে অফিসে ডেকে এনে চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সন্ত্রাসী কায়দায় মারধর করেন। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযুক্ত চেয়ারম্যান এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ইউপি সচিবদের জন্য অপমানজনক।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার ইউপি সচিবদের তথ্য তুলে ধরে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এসব হামলা ও নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার ইউপি সচিবকে অন্য ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ করা যায়নি।
কর্মক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে ইউপি সচিব কল্যাণ তহবিল আহ্বায়ক কমিটি। জাতীয় প্রেসক্লাবে আজ রোববার খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনসহ সারা দেশে ইউপি সচিবদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মীর আবদুল বারেক। এ ছাড়া ভুক্তভোগীসহ সারা দেশ থেকে আসা ইউপি সচিবেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তাঁদের দাবিগুলো হলো—মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে বরখাস্ত করে শাস্তি প্রদান। কর্মক্ষেত্রে ইউপি সচিবেরা কোনো প্রকার হামলা বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত ইউপি সচিবের চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভুক্তভোগীর পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্ধারিত অফিস সময়ের পর ইকবাল হোসেনকে বাড়ি থেকে অফিসে ডেকে এনে চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সন্ত্রাসী কায়দায় মারধর করেন। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযুক্ত চেয়ারম্যান এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ইউপি সচিবদের জন্য অপমানজনক।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার ইউপি সচিবদের তথ্য তুলে ধরে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এসব হামলা ও নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার ইউপি সচিবকে অন্য ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ করা যায়নি।
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৪৪ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে