Ajker Patrika

হাইকোর্টের যেকোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক ওয়েবসাইটে দিতে হবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩: ৩৯
হাইকোর্টের যেকোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক ওয়েবসাইটে দিতে হবে 

হাইকোর্ট বিভাগে প্রতিটি মামলার শুনানি শেষে আদালতের ঘোষিত সংক্ষিপ্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে অনলাইনে কার্যতালিকায় প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদেরকে এই নির্দেশ দেওয়া হয়। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির আজকের পত্রিকাকে বলেন, এটাই থাকার নিয়ম। যদিও সব সময় তাৎক্ষণিক হয় না। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তাৎক্ষণিক ফলাফল জানতে পারলে বিচারপ্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। 

নির্দেশনায় বলা হয়, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদেরকে রায় ও আদেশ ওয়েবসাইটে আপলোড করার বিষয়ে বিদ্যমান নির্দেশনাবলি কঠোরভাবে মেনে চলতে হবে। 

এর আগে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফরমস’-এর সুপারিশের ভিত্তিতে রেজিস্ট্রার কার্যালয়ের চারজনের সমন্বয়ে ওয়েব আপলোড মনিটরিং টিম গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. শামীম সুফী। 

স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, বিচারপ্রার্থী এবং মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই আদালতের সিদ্ধান্ত জানতে চান। কিন্তু অনেক সময় তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে আপলোড হয় না। তাই এই নির্দেশনা জারি করা হয়েছে। আশা করি এতে মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই ফলাফল দেখতে পাবেন। এতে বিচারপ্রার্থীসহ সবার উপকার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত