নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা বৃষ্টির মধ্যে রাজধানীর শাহবাগে আজ শুক্রবারও (১ আগস্ট) অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এই সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। জুলাই সনদ ঘোষণা, বাস্তবায়ন ও তা স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে জুলাই যোদ্ধাদের এই অবস্থান কর্মসূচি।
জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ব্যানারে সংগঠিত এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির দাবি, সরকারের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির মধ্যে শাহবাগের মূল সড়কজুড়ে বসে রয়েছেন আন্দোলনে শহীদ পরিবারের স্বজন ও আহত ব্যক্তিরা। ব্যানার, ফেস্টুন হাতে তাঁরা একটানা স্লোগান দিয়ে যাচ্ছেন: ‘জুলাই সনদ দিতে হবে’, ‘টালবাহানা চলবে না’, ‘অন্তর্বর্তী সরকার জবাব দাও’। সড়কের চারপাশে আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এদিকে আজ দুপুরে সড়কের ওপর সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন তাঁরা।
অবরোধের কারণে শাহবাগ, মৎস্য ভবন, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ পার্শ্ববর্তী অন্যান্য সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে, হাসপাতালগামী রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
শাহবাগ থানার সামনে অবস্থান করা পথচারী লিয়াকত বলেন, এক ঘণ্টার পথ এখন তিন ঘণ্টা লাগছে, এটা মেনে নেওয়া কঠিন।
জুলাই যোদ্ধা সংসদের সদস্যসচিব মাজহারুল ইসলাম আপন আজকের পত্রিকাকে বলেন, ‘৬৪ জেলা থেকে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা এসেছেন। প্রত্যেকে নিজের খাবার ও ওষুধ নিয়ে এসেছেন। আমরা এখানে যত দিন লাগুক, অবস্থান চালিয়ে যাব।’
আন্দোলনকারীদের দাবি করা ৮ দফার মধ্যে রয়েছে: জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা, রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা ও কল্যাণ ব্যয় বহন, সম্মানজনক আজীবন ভাতা, আইনগত সুরক্ষা ও সহায়তা কেন্দ্র, দমন-পীড়নের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে বিচার, ‘স্বাধীন সত্য ও ন্যায় কমিশন’ গঠন ইত্যাদি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘বিক্ষোভকারীরা গতকাল রাতেও শাহবাগে অবস্থান করেছিলেন। আজও তাঁরা আছেন। আমরা এখনো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি।’
টানা বৃষ্টির মধ্যে রাজধানীর শাহবাগে আজ শুক্রবারও (১ আগস্ট) অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এই সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। জুলাই সনদ ঘোষণা, বাস্তবায়ন ও তা স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে জুলাই যোদ্ধাদের এই অবস্থান কর্মসূচি।
জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ব্যানারে সংগঠিত এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির দাবি, সরকারের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির মধ্যে শাহবাগের মূল সড়কজুড়ে বসে রয়েছেন আন্দোলনে শহীদ পরিবারের স্বজন ও আহত ব্যক্তিরা। ব্যানার, ফেস্টুন হাতে তাঁরা একটানা স্লোগান দিয়ে যাচ্ছেন: ‘জুলাই সনদ দিতে হবে’, ‘টালবাহানা চলবে না’, ‘অন্তর্বর্তী সরকার জবাব দাও’। সড়কের চারপাশে আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এদিকে আজ দুপুরে সড়কের ওপর সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন তাঁরা।
অবরোধের কারণে শাহবাগ, মৎস্য ভবন, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ পার্শ্ববর্তী অন্যান্য সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে, হাসপাতালগামী রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
শাহবাগ থানার সামনে অবস্থান করা পথচারী লিয়াকত বলেন, এক ঘণ্টার পথ এখন তিন ঘণ্টা লাগছে, এটা মেনে নেওয়া কঠিন।
জুলাই যোদ্ধা সংসদের সদস্যসচিব মাজহারুল ইসলাম আপন আজকের পত্রিকাকে বলেন, ‘৬৪ জেলা থেকে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা এসেছেন। প্রত্যেকে নিজের খাবার ও ওষুধ নিয়ে এসেছেন। আমরা এখানে যত দিন লাগুক, অবস্থান চালিয়ে যাব।’
আন্দোলনকারীদের দাবি করা ৮ দফার মধ্যে রয়েছে: জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা, রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা ও কল্যাণ ব্যয় বহন, সম্মানজনক আজীবন ভাতা, আইনগত সুরক্ষা ও সহায়তা কেন্দ্র, দমন-পীড়নের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে বিচার, ‘স্বাধীন সত্য ও ন্যায় কমিশন’ গঠন ইত্যাদি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘বিক্ষোভকারীরা গতকাল রাতেও শাহবাগে অবস্থান করেছিলেন। আজও তাঁরা আছেন। আমরা এখনো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি।’
ভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়...
১৩ মিনিট আগেগাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি পেজে দাবি করা হয়, কারাগারে আটক থাকা অবস্থায় মাহাবুব আরা গিনি মারা গেছেন।
১৮ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। ৫, ৯ ও ১৬ অক্টোবর রংপুরসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় পদযাত্রা, গণমিছিল, গণসমাবেশ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, এই অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি..
২ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে