নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছোট বেলায় বাবা মারা গেছেন। জীবন ও জীবিকার লড়াইটা শুরু হয়েছিল সেই অল্প বয়স থেকেই। সংসারের হাল ধরতে বড় ভাই কাজের খোঁজে গেছেন সৌদিতে। কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করে কিছু টাকা জমিয়ে, প্রবাসী ভাইয়ের থেকে কিছু টাকা নিয়ে নিউ সুপার মার্কেটের ভাড়া দোকানে কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন আল আমিন।
ছোট আরও দুই ভাইকে সঙ্গে নিয়ে দিন রাত পরিশ্রম করে দশ বছরের প্রচেষ্টায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এই ব্যবসা ও দোকানটাই তাঁর ও পুরো পরিবারের জীবন-জীবিকার বড় অবলম্বন। সেটা যখন চোখের সামনে পুরে ছাই হয় তখন নিজেকে সামলে রাখা খুব কঠিন। এই কঠিন সময়ে মাথায় পানি ঢেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল আমিন। তিন তলায় লেবাস পয়েন্ট নামে তাঁর কাপড়ের দোকান ছিল।
ক্ষয়ক্ষতির পরিমাণ জিজ্ঞেস করলে তিনি বলেন, গত রাইতে (বৃহস্পতিবার) ভালো বিক্রি হইছিল। ক্যাশে লাখ টাকা রাইখা, পঞ্চাশ টাকা রিকশা ভাড়া নিয়া ৩টার দিকে বাড়ি গেছিলাম। ক্যাশ টাকা, লগে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুইরা ছাই হইয়া গেছে। কিছুই বাইর করতে পারি নাই ভাই।’ আগুন লাগা ঢাকা নিউ সুপার মার্কেটের পাস দিয়ে বিশ্বাস বিল্ডার্সে যাওয়ার রাস্তার ফুটপাতে বসে এসব কথা বলছিলেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।
তিনি বলেন, ‘অনেক কষ্ট কইরা ব্যাবসাডা এই পর্যায়ে আনছিলাম। দশটা বছর দিন রাইত এক কইরা আমরা তিন ভাই এই দোকানে কাম করছি। মাঝের করোনায় বড় লোকসান খাইছি। ভাবছিলাম এইবার ঈদে ব্যবসা কইরা সেইডা পোষাইয়া নিমু। কিন্তু এইবারতো আর কিছুই থাকল না। করোনার সময় মাল আছিলো বেচতে পারি নাই। এহনতো কিছুই থাকল না। এত ধোঁয়া আর আগুনের তাপ, দোকানের ধারে কাছে যাইতে পারি নাই। একটা মাল বাইর করতে পারি নাই।’
আল আমিনের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন দুপুর দুইটা। কেউ একজন এসে তাঁকে খবর দিলো তিন তলায় তাঁর দোকানের কাছে আবার আগুন দেখা যাচ্ছে। এই খবর তাঁকে খুব বেশি নাড়া দিল না। সেটা বোঝা গেলো প্রতি উত্তরে। তিনি আবার বলেন, ‘আগুন আবার দেহা গেলেই কী? আমরাতো আর ঢুকতে পারমু না। কিছু বাইরও করতে পারমু না।’
আল আমিনের ভাষ্য মতে, ঈদ উপলক্ষে মূল বিক্রি শুরু হয়েছিল গতকাল রাত থেকেই। কালই এই রমজানে সর্বোচ্চ বিক্রি হয়েছে তাঁর দোকানে। কিন্তু ঈদ বাজারের চাপে তাঁর চোখে ঘুম নাই গত কয়েক সপ্তাহ।
নির্ঘুম রাতের কথা উল্লেখ করে তিনি বলেন, মালামাল দোকানে তোলার কাজ, ডিসপ্লে করার কাজ সব মিলায়া গত কয়েক সপ্তাহ প্রতি রাতে বড় জোড় দুই-তিন ঘণ্টা ঘুমাইতে পেরেছি।
অন্তত ৩০ লাখ টাকার মালামাল আর ক্যাশে রেখা যাওয়া এক লাখ ২০ হাজার টাকা সব হারিয়েছেন এই ব্যবসায়ী। ঈদকে কেন্দ্র করে যে নির্ঘুম রাত পার করছিলেন তিনি সেই ঘুম আবার ফিরবে কিনা, সেটার জানা নেই তাঁর।
আরও পড়ুন:
ছোট বেলায় বাবা মারা গেছেন। জীবন ও জীবিকার লড়াইটা শুরু হয়েছিল সেই অল্প বয়স থেকেই। সংসারের হাল ধরতে বড় ভাই কাজের খোঁজে গেছেন সৌদিতে। কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করে কিছু টাকা জমিয়ে, প্রবাসী ভাইয়ের থেকে কিছু টাকা নিয়ে নিউ সুপার মার্কেটের ভাড়া দোকানে কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন আল আমিন।
ছোট আরও দুই ভাইকে সঙ্গে নিয়ে দিন রাত পরিশ্রম করে দশ বছরের প্রচেষ্টায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এই ব্যবসা ও দোকানটাই তাঁর ও পুরো পরিবারের জীবন-জীবিকার বড় অবলম্বন। সেটা যখন চোখের সামনে পুরে ছাই হয় তখন নিজেকে সামলে রাখা খুব কঠিন। এই কঠিন সময়ে মাথায় পানি ঢেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল আমিন। তিন তলায় লেবাস পয়েন্ট নামে তাঁর কাপড়ের দোকান ছিল।
ক্ষয়ক্ষতির পরিমাণ জিজ্ঞেস করলে তিনি বলেন, গত রাইতে (বৃহস্পতিবার) ভালো বিক্রি হইছিল। ক্যাশে লাখ টাকা রাইখা, পঞ্চাশ টাকা রিকশা ভাড়া নিয়া ৩টার দিকে বাড়ি গেছিলাম। ক্যাশ টাকা, লগে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুইরা ছাই হইয়া গেছে। কিছুই বাইর করতে পারি নাই ভাই।’ আগুন লাগা ঢাকা নিউ সুপার মার্কেটের পাস দিয়ে বিশ্বাস বিল্ডার্সে যাওয়ার রাস্তার ফুটপাতে বসে এসব কথা বলছিলেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।
তিনি বলেন, ‘অনেক কষ্ট কইরা ব্যাবসাডা এই পর্যায়ে আনছিলাম। দশটা বছর দিন রাইত এক কইরা আমরা তিন ভাই এই দোকানে কাম করছি। মাঝের করোনায় বড় লোকসান খাইছি। ভাবছিলাম এইবার ঈদে ব্যবসা কইরা সেইডা পোষাইয়া নিমু। কিন্তু এইবারতো আর কিছুই থাকল না। করোনার সময় মাল আছিলো বেচতে পারি নাই। এহনতো কিছুই থাকল না। এত ধোঁয়া আর আগুনের তাপ, দোকানের ধারে কাছে যাইতে পারি নাই। একটা মাল বাইর করতে পারি নাই।’
আল আমিনের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন দুপুর দুইটা। কেউ একজন এসে তাঁকে খবর দিলো তিন তলায় তাঁর দোকানের কাছে আবার আগুন দেখা যাচ্ছে। এই খবর তাঁকে খুব বেশি নাড়া দিল না। সেটা বোঝা গেলো প্রতি উত্তরে। তিনি আবার বলেন, ‘আগুন আবার দেহা গেলেই কী? আমরাতো আর ঢুকতে পারমু না। কিছু বাইরও করতে পারমু না।’
আল আমিনের ভাষ্য মতে, ঈদ উপলক্ষে মূল বিক্রি শুরু হয়েছিল গতকাল রাত থেকেই। কালই এই রমজানে সর্বোচ্চ বিক্রি হয়েছে তাঁর দোকানে। কিন্তু ঈদ বাজারের চাপে তাঁর চোখে ঘুম নাই গত কয়েক সপ্তাহ।
নির্ঘুম রাতের কথা উল্লেখ করে তিনি বলেন, মালামাল দোকানে তোলার কাজ, ডিসপ্লে করার কাজ সব মিলায়া গত কয়েক সপ্তাহ প্রতি রাতে বড় জোড় দুই-তিন ঘণ্টা ঘুমাইতে পেরেছি।
অন্তত ৩০ লাখ টাকার মালামাল আর ক্যাশে রেখা যাওয়া এক লাখ ২০ হাজার টাকা সব হারিয়েছেন এই ব্যবসায়ী। ঈদকে কেন্দ্র করে যে নির্ঘুম রাত পার করছিলেন তিনি সেই ঘুম আবার ফিরবে কিনা, সেটার জানা নেই তাঁর।
আরও পড়ুন:
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৯ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৬ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৯ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে