Ajker Patrika

প্রতিমন্ত্রী মুরাদ ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা: সুপ্রিম কোর্ট বারের সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮: ২৮
প্রতিমন্ত্রী মুরাদ ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা: সুপ্রিম কোর্ট বারের সম্পাদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, প্রতিমন্ত্রী নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্যারিস্টার কাজল। 

কাজল বলেন, ‘জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী যে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ মোতাবেক ‘‘ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব’’ মর্মে মন্ত্রী হিসেবে সাংবিধানিক শপথ গ্রহণ করতে হয়। তিনি ক্রমাগতভাবে নানাবিধ মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে তা ভঙ্গ করে চলেছেন। জাতি হিসেবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে থেকে তাঁর এসব অযাচিত মন্তব্য জাতি হিসেবে আমাদের কলঙ্কিত করেছে।’ 

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক বলেন, ‘মুরাদ হাসান বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে লাগামহীনভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেই চলেছেন। তাঁর এ ধরনের বক্তব্য দেশের নাগরিকদের জন্য বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ চরম অবমাননাকর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত