অনলাইন ডেস্ক
রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন ছাত্রলীগ নেতা কর্মী রয়েছে।
পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময়ে পল্টন ও শাহবাগ থানা-পুলিশ তাদের আটক করে। এরপর পল্টন ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।
পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতা কর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।
শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতা কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গতকাল রোববার।
রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন ছাত্রলীগ নেতা কর্মী রয়েছে।
পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময়ে পল্টন ও শাহবাগ থানা-পুলিশ তাদের আটক করে। এরপর পল্টন ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।
পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতা কর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।
শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতা কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গতকাল রোববার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৩ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৬ মিনিট আগে