ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহরণ হওয়া এক ব্যবসায়ীকে মুক্তিপণ দিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারের দাবি করেছেন স্বজনেরা। ওই ব্যবসায়ীর নাম মো. মকবুল (৩৮)। তিনি পেশায় কসাই ও গরুর ভুঁড়ি বিক্রেতা।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরের দিকে মদনপুর এলাকা থেকে উদ্ধার করেন স্বজনেরা। পরে তাঁরা বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত মকবুলের বড় ভাই মো. শাহ আলম জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলমপুরা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল বাছিদ। মকবুল কসাইয়ের কাজ করেন। পাশাপাশি জবাই করা গরু-খাসির ভুঁড়ি কিনতেন। এরপর তা বিক্রি করতেন নারায়ণগঞ্জের মদনপুরে। আজ ভোরে তিনি বাড়ি থেকে ঢাকায় আসেন কাজে। যাত্রাবাড়ী নামার পর একটি মাইক্রোবাসে আসা চার থেকে পাঁচজন ব্যক্তি তাঁকে জোর করে গাড়িতে তুলে নেন এবং চোখ বেঁধে ফেলেন।
শাহ আলম অভিযোগ করে বলেন, গাড়ির ভেতর তাঁরা মকবুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন ও অপহরণ করে নিয়ে যান। এরপর পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নিরুপায় হয়ে পরিবার অপহরণকারীদের ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। টাকা পেয়ে অপহরণকারীরা একপর্যায়ে তাঁকে মদনপুর বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে বিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনেরা বাসায় নিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহরণ হওয়া এক ব্যবসায়ীকে মুক্তিপণ দিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারের দাবি করেছেন স্বজনেরা। ওই ব্যবসায়ীর নাম মো. মকবুল (৩৮)। তিনি পেশায় কসাই ও গরুর ভুঁড়ি বিক্রেতা।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরের দিকে মদনপুর এলাকা থেকে উদ্ধার করেন স্বজনেরা। পরে তাঁরা বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত মকবুলের বড় ভাই মো. শাহ আলম জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলমপুরা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল বাছিদ। মকবুল কসাইয়ের কাজ করেন। পাশাপাশি জবাই করা গরু-খাসির ভুঁড়ি কিনতেন। এরপর তা বিক্রি করতেন নারায়ণগঞ্জের মদনপুরে। আজ ভোরে তিনি বাড়ি থেকে ঢাকায় আসেন কাজে। যাত্রাবাড়ী নামার পর একটি মাইক্রোবাসে আসা চার থেকে পাঁচজন ব্যক্তি তাঁকে জোর করে গাড়িতে তুলে নেন এবং চোখ বেঁধে ফেলেন।
শাহ আলম অভিযোগ করে বলেন, গাড়ির ভেতর তাঁরা মকবুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন ও অপহরণ করে নিয়ে যান। এরপর পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নিরুপায় হয়ে পরিবার অপহরণকারীদের ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। টাকা পেয়ে অপহরণকারীরা একপর্যায়ে তাঁকে মদনপুর বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে বিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনেরা বাসায় নিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন হত্যার পর ড্রামে গুম করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা ও তাঁর মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করার পাশাপাশি বাকি জড়িতদের নাম ও লাশ গুমের পুরো ঘটনা তুলে ধরেছে সাবিনা।
২৭ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী মদুনাঘাটে ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাকিমকে (৬৫) প্রকাশ্যে গাড়িতে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী তাসফিয়া আলম বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
৩০ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মনিরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী মামুলী বেগম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন আরও দুটি দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে।
৩৫ মিনিট আগে‘প্রার্থী ঘোষণা করে দেখেন না, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’—বিএনপির উদ্দেশে এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ শুক্রবার সিলেটের কোর্ট পয়েন্টে মহানগর জামায়াতের গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য..
১ ঘণ্টা আগে