Ajker Patrika

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত, স্ত্রী আহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২৩: ০৮
দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মনিরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী মামুলী বেগম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন আরও দুটি দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহী মনিরুল ইসলাম ও আহত মামুলী বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁরা চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে চাকরি করতেন বলে জানা গেছে। পূজার ছুটি শেষে মোটরসাইকেল চড়ে গাইবান্ধা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা পিকআপ তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা নারী গুরুতর আহত হয়েছেন।

একই দিন দুপুরে মিঠাছড়া ইউটার্নে চট্টগ্রামমুখী লেনে একটি সিলিন্ডারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মহাসড়কের পাশের খাদে লরিটির সামনের অংশ খুলে পড়ে যায়। এতে দুজন আহত হয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাপুনি এলাকায় ইট ভাঙার একটি গাড়িকে মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পাঁচ শ্রমিক আহত হন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুটি দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত