Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই নতুন কারিকুলামের পাইলটিং ক্লাস: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৩৫
শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই নতুন কারিকুলামের পাইলটিং ক্লাস: শিক্ষামন্ত্রী 

শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ৬২ মাধ্যমিক স্কুলে নতুন কারিকুলামে পাইলটিং (পরীক্ষামূলক) ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আজ শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান। 

তিনি বলেন, বর্তমানে করোনা সংক্রমণ কমে আসছে। আশা করি, ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া সম্ভব হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে আমরা মাধ্যমিকের নতুন কারিকুলামে পাইলটিং ক্লাস শুরু করব। এ বিষয়ে শিক্ষকদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরের ৬২টি স্কুলে নতুন কারিকুলামে পাইলটিং ক্লাস শুরু হবে। আশা করি নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়াতে হবে না। শিশু-কিশোরদের পড়ালেখা আনন্দময় করে তুলতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হচ্ছে। এতে পড়ার চাপ, মানসিক চাপ কমে যাবে, যা ব্যক্তিজীবনে কাজে আসবে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, এনসিটিবির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. তারিক এহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত