নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় দুই পক্ষের বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় ইটের আঘাতে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
আহত শ্রমিকদের অধিকাংশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জিরাবোর পুকুরপার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩০)। তিনি জিরাবোর পুকুরপার এলাকার ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের ফিনিশিং শাখার সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. ইজাজ আজকের পত্রিকাকে বলেন, আহত শ্রমিকদের ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছে। তাঁদের মাথায় গুরুতর জখম হয়েছে।
পুলিশ বলছে, কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর থেকে ম্যাসকট গার্মেন্টস লিমিটেড বন্ধ রয়েছে। শ্রমিকেরা প্রতিদিনই কারখানার সামনে উপস্থিত হয়ে কাজে যোগ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খুলে না দেওয়ায় তাঁরা কাজ করতে পারছেন না।
আজ সকালে নির্দিষ্ট সময়ে শ্রমিকেরা কারখানার সামনে উপস্থিত হন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। পরে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন ও রেডিয়েন্স নিটওয়্যার লিমিটেডে হামলা করে ওই দুই কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। পরে সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকেরা বের হয়ে ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকদের ধাওয়া দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়।
পুলিশ আরও জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রোকেয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রোকেয়া মারা যান। তাঁর লাশ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকার আশুলিয়ায় দুই পক্ষের বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় ইটের আঘাতে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
আহত শ্রমিকদের অধিকাংশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জিরাবোর পুকুরপার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩০)। তিনি জিরাবোর পুকুরপার এলাকার ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের ফিনিশিং শাখার সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. ইজাজ আজকের পত্রিকাকে বলেন, আহত শ্রমিকদের ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছে। তাঁদের মাথায় গুরুতর জখম হয়েছে।
পুলিশ বলছে, কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর থেকে ম্যাসকট গার্মেন্টস লিমিটেড বন্ধ রয়েছে। শ্রমিকেরা প্রতিদিনই কারখানার সামনে উপস্থিত হয়ে কাজে যোগ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খুলে না দেওয়ায় তাঁরা কাজ করতে পারছেন না।
আজ সকালে নির্দিষ্ট সময়ে শ্রমিকেরা কারখানার সামনে উপস্থিত হন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। পরে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন ও রেডিয়েন্স নিটওয়্যার লিমিটেডে হামলা করে ওই দুই কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। পরে সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকেরা বের হয়ে ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকদের ধাওয়া দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়।
পুলিশ আরও জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রোকেয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রোকেয়া মারা যান। তাঁর লাশ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে