Ajker Patrika

মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, সাঁতার না জানা ছেলে নিখোঁজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০: ৫৪
মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, সাঁতার না জানা ছেলে নিখোঁজ

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে ছেলের ওপর অভিমান করে নদীতে লাফ দেন মা। মাকে বাঁচাতে ছেলেও নদীতে ঝাঁপ দেন। এরপর মা সাঁতরে কিনারায় উঠে এলেও সাঁতার না জানা ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ নাঈম (২১)। তাঁর মা জামেরুন বেগম (৪০)। তাঁরা দুজন শরীয়তপুর জেলার সখীপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী ও ছেলে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশের সদস্যরা বলছেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম. ভি বায়েজিদ জোনায়েদ-১ থেকে আকস্মিক ঝাঁপ দেন ওই নারী। এ সময় তাকে বাঁচাতে তাঁর ছেলেও নদীতে ঝাঁপ দেন।  পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠে এলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।

গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রিয়াজুর জান্নাত জানান, মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের অদূরে মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করেছেন নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। সঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল মঙ্গলবার থেকে আবার উদ্ধারকাজ শুরু হবে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) ইজাজ আহম্মেদ বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে মা-ছেলে লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন। পথে তুচ্ছ বিষয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে মা নদীতে ঝাঁপিয়ে পড়লে মাকে বাঁচাতে ছেলেটিও নদীতে ঝাঁপ দেন। কিন্তু, তিনি সাঁতার না জানায় তীরে উঠতে পারেনি। আজ সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে। কাল আবার উদ্ধারকাজ চলবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত