Ajker Patrika

বাবা-মায়ের পর প্রাণ গেল শিশু সাফিয়ানের, মেয়ের অবস্থাও আশঙ্কাজনক

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৩: ৫৯
বাবা-মায়ের পর প্রাণ গেল শিশু সাফিয়ানের, মেয়ের অবস্থাও আশঙ্কাজনক

রাজধানীর বাড্ডার কড় বেড়াইদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় মা-বাবার পর এবার প্রাণ গেল শিশু ছেলে সাফিয়ানের (৯)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সাফিয়ান। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন। তিনি জানান, সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে ঘটনার দিন বুধবার সন্ধ্যায় মারা যান শিশুটির বাবা আবু সাইদ হাসান (৩৭) এবং গতকাল সোমবার ভোর ৫টার দিকে মারা যান মা রেখা আক্তার (৩৫)। 

চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, নিহত রেখার শরীরের ৩০ শতাংশ, সাইদের শরীরের ৯৮ শতাংশ এবং সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এখনো ১১ শতাংশ দগ্ধ অবস্থায় ওই পরিবারের মেয়ে সাফা ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। 

উল্লেখ্য, গত বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে বাড্ডার বেড়াইদ পূর্বপাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। 

এদিন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকত ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত