Ajker Patrika

মেট্রোরেলের কার্ড দিয়ে চলা যাবে বাসেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৪৩
মেট্রোরেলের কার্ড দিয়ে চলা যাবে বাসেও

বর্তমানে মেট্রোরেলের যাত্রীরা যে র‍্যাপিড পাস বা কার্ড নিয়ে চলাচল করছেন, তা দিয়ে বাসেও চলাচল করা যাবে। আজ মঙ্গলবার দুপুরে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির আজ ২৬তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডিএনসিসি মেয়র।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘উন্নত দেশগুলোতে যাত্রীরা একটি কার্ড দিয়েই মেট্রোরেল ও বাসে চলাচল করতে পারেন। যেগুলো ওয়ান কার্ড বা অক্টোপাস কার্ড নামে পরিচিত। তেমনি দেশের মেট্রোরেলের যাত্রীরা যে র‍্যাপিড পাস বা কার্ড ব্যবহার করছেন, তা দিয়েই নগর পরিবহনের সব বাসে চলতে পারবেন; এমন সিদ্ধান্তই হয়েছে আজকের মিটিংয়ে। একটি কার্ডেই নগরবাসী মেট্রোরেল ও ঢাকা নগর পরিবহনে চলতে পারবেন।’ 

মেয়র আরও বলেন, ‘মেট্রোরেলের যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য আমরা ২৪ ও ২৫ নম্বর যাত্রাপথ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ২৪ নম্বর যাত্রাপথে ঘাটারচর-বছিলা-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-শিশুমেলা-আগারগাঁও-মিরপুর ১০ দিয়ে কালশী ফ্লাইওভার হয়ে এয়ারপোর্ট-জসীমউদ্‌দীন আবদুল্লাহপুর পর্যন্ত বাস চলবে। আর ২৫ নম্বর যাত্রাপথে ঘাটারচর-বছিলা-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-আসাদ গেট-মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে খামারবাড়ি হয়ে বিজয় সরণিতে বের হয়ে জাহাঙ্গীর গেট-শাহীন স্কুল-মহাখালী-কাকলী-বনানী উড়ালসড়ক হয়ে রিজেন্সি-এয়ারপোর্ট-জসীমউদ্‌দীন-আবদুল্লাহপুর হয়ে চলাচল করবে। যাত্রীরা যেন বাস থেকে নেমেই মেট্রোরেলে উঠতে পারেন এবং মেট্রোরেল থেকে নেমে বাস ব্যবহার করতে পারেন, সেটি বিবেচনা করেই নতুন এই দুই রুট চালু করা হবে। এই দুই রুটে প্রাথমিকভাবে ৫০টি বাস চলবে।’ 

এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মেট্রোরেল বা এমআরটির সঙ্গে সমন্বয় করে ঢাকা নগর পরিবহনের ২৪ ও ২৫ নম্বর নতুন দুই যাত্রাপথ চালু করা হবে।’ 

মেয়র বলেন, ‘সবাইকে টিকিট কাউন্টারের মাধ্যমে টিকিট কেটে বাসে উঠতে হবে। সেটা আজকের এই সভা থেকে আমরা কঠোরভাবে নির্দেশনা দিয়েছি। বিআরটিসি আমাদের নিশ্চিত করেছে, ঢাকা নগর পরিবহনের জন্য যে নির্দিষ্ট বাস, সেটা শুধু ঢাকা নগর পরিবহনের যাত্রাপথেই চলবে। এই বাসগুলো অন্য কোথাও ব্যবহার করা যাবে না। আর ট্রান্স সিলভাকে আমরা কারণ দর্শানোর নোটিশ দেব। সে জন্য তাদের ১৫ দিন সময় দেব। তারা যদি নির্ধারিত নীতিমালা অনুযায়ী এই সেবা দিতে অপারগতা প্রকাশ করে বা ব্যর্থ হয়, তাহলে তাদের সঙ্গে আমরা চুক্তি বাতিল করব।’

সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক, দক্ষিণ) এস এম মেহেদী হাসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত