নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বামী বাবুল মিয়ার ঋণের বোঝার জন্য দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ লেগেছিল স্ত্রী বীথি আক্তার বিলকিসের সঙ্গে। সেই কলহ থেকে মুক্তি পেতে বাবুল মিয়া স্ত্রীকে হত্যা করেন। পরিকল্পনা অনুযায়ী ভাড়া করা তিন বন্ধুকে নিয়ে বিলকিসকে শ্বাসরোধে হত্যার পর রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের কাশবনে মরদেহ ফেলে রাখেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. মুহিদুল ইসলাম।
এর আগে, ১৮ সেপ্টেম্বর সকালে উত্তরা রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠসংলগ্ন কাশবন থেকে বিলকিসের মরদেহ উদ্ধার করা হয়।
মো. মুহিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত বাবুল মিয়া এবং তাঁর সহযোগী সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বাবুল এবং মিরপুর-১২-এর কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন।
পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন বীথি আক্তার। তাঁর মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন। চার দিন পর ১৮ সেপ্টেম্বর সকালে উত্তরা রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠসংলগ্ন কাশবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মনোয়ারা বেগম মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় তুরাগ থানায় হত্যা মামলা হয়। তদন্তে চারজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁদের মধ্যে দুজন এখনো পলাতক।
ডিসি মুহিদুল ইসলাম বলেন, বাবুল ও তাঁর স্ত্রী বীথির মধ্যে ছয় বছর ধরে দাম্পত্যকলহ চলছিল। বাবুল রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি ওয়ার্কশপ মেকানিক হিসেবে কাজ করেন। মাসে প্রায় ৩১ হাজার টাকা বেতন পেতেন তিনি। তবে ২০ থেকে ২৫ লাখ টাকার ঋণের সুদ শোধ করতেই তাঁর আয় চলে যেত। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
বাবুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুহিদুল ইসলাম জানান, পাওনাদারদের চাপের কারণে বাবুলের স্ত্রী ঠিকমতো ঘুমাতে বা খেতে পারতেন না এবং এ নিয়ে তিনি প্রায়ই বকাঝকা করতেন। স্ত্রীর বিরুদ্ধে ভাই বা অন্য কারও কাছে টাকা দেওয়ার সন্দেহও ছিল। এতে তাঁদের সম্পর্ক আরও খারাপ হয়। দু-তিন মাস আগে বাবুল স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। সম্রাটসহ আরও দুজনকে ৫০ হাজার টাকার চুক্তিতে হত্যার কাজে ভাড়া করেন। হত্যার পর সম্রাটকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও স্বল্প বেতনের কারণে কিস্তিতে দেওয়ার কথা জানিয়েছিলেন।
পুলিশ বলছে, মামলার বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।
স্বামী বাবুল মিয়ার ঋণের বোঝার জন্য দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ লেগেছিল স্ত্রী বীথি আক্তার বিলকিসের সঙ্গে। সেই কলহ থেকে মুক্তি পেতে বাবুল মিয়া স্ত্রীকে হত্যা করেন। পরিকল্পনা অনুযায়ী ভাড়া করা তিন বন্ধুকে নিয়ে বিলকিসকে শ্বাসরোধে হত্যার পর রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের কাশবনে মরদেহ ফেলে রাখেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. মুহিদুল ইসলাম।
এর আগে, ১৮ সেপ্টেম্বর সকালে উত্তরা রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠসংলগ্ন কাশবন থেকে বিলকিসের মরদেহ উদ্ধার করা হয়।
মো. মুহিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত বাবুল মিয়া এবং তাঁর সহযোগী সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বাবুল এবং মিরপুর-১২-এর কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন।
পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন বীথি আক্তার। তাঁর মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন। চার দিন পর ১৮ সেপ্টেম্বর সকালে উত্তরা রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠসংলগ্ন কাশবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মনোয়ারা বেগম মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় তুরাগ থানায় হত্যা মামলা হয়। তদন্তে চারজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁদের মধ্যে দুজন এখনো পলাতক।
ডিসি মুহিদুল ইসলাম বলেন, বাবুল ও তাঁর স্ত্রী বীথির মধ্যে ছয় বছর ধরে দাম্পত্যকলহ চলছিল। বাবুল রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি ওয়ার্কশপ মেকানিক হিসেবে কাজ করেন। মাসে প্রায় ৩১ হাজার টাকা বেতন পেতেন তিনি। তবে ২০ থেকে ২৫ লাখ টাকার ঋণের সুদ শোধ করতেই তাঁর আয় চলে যেত। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
বাবুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুহিদুল ইসলাম জানান, পাওনাদারদের চাপের কারণে বাবুলের স্ত্রী ঠিকমতো ঘুমাতে বা খেতে পারতেন না এবং এ নিয়ে তিনি প্রায়ই বকাঝকা করতেন। স্ত্রীর বিরুদ্ধে ভাই বা অন্য কারও কাছে টাকা দেওয়ার সন্দেহও ছিল। এতে তাঁদের সম্পর্ক আরও খারাপ হয়। দু-তিন মাস আগে বাবুল স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। সম্রাটসহ আরও দুজনকে ৫০ হাজার টাকার চুক্তিতে হত্যার কাজে ভাড়া করেন। হত্যার পর সম্রাটকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও স্বল্প বেতনের কারণে কিস্তিতে দেওয়ার কথা জানিয়েছিলেন।
পুলিশ বলছে, মামলার বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস)সহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ছেলেসহ বিজয়ী হয়েছেন ২২ জন।
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ফোরামের পক্ষ থেকে আগামীকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক
১ ঘণ্টা আগেফুলবাড়ীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। পরে স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল বের করার ১ মিনিটের মধ্যেই তাঁদের ধাওয়া করে চারজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। আজ রোববার রাত ৮টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মিছিলটি
২ ঘণ্টা আগে