নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশে লোক পাঠানোর নামে রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁরা অফিস ভাড়া নিতেন। সেই ঠিকানা ব্যবহার করে ফেসবুকে ভুয়া পেজ খুলতেন। ‘আল সাফার ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানটি কুয়েতে উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন দিত এসব ভুয়া পেজে। বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে যোগাযোগ করলেই প্রতারণার ফাঁদ পেতে অর্থকড়ি হাতিয়ে নিত চক্রটি। অর্থ হাতিয়ে নিয়েই তাঁরা চলে যেতেন আত্মগোপনে। যোগাযোগের সব পথ বন্ধ করে দিতেন। এমনকি প্রতারণার প্রয়োজনে চক্রের সদস্যরা লিঙ্গও পরিবর্তন করেন!
প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করা এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শরিফুল ইসলাম (৪২), আবরার জাওয়ার তন্ময় ওরফে রেজাউল করিম রেজা ওরফে হৃদি মাহজাবিন (২৬) ও আহিয়ান শিশির ওরফে কামরুজ্জামান শিশির (২৯)।
গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০টি পাসপোর্ট, ৯টি জাল ভিসা, জাল বিএমইটি কার্ডের ফটোকপিসহ মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত ৭ আগস্ট গুলশান থানায় প্রতারণার একটি মামলা হয়। ওই মামলা তদন্তের সময় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থেকে চক্রের মূল হোতা ও এজাহারনামীয় আসামি শরিফুল ইসলামকে গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সক্রিয় সদস্য এজাহারনামীয় আসামি আবরার জাওয়ার তন্ময় ও আহিয়ান শিশিরকে একই দিন রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রতারক চক্রটি বিদেশে লোক পাঠানোর কথা বলে আল সাফার ইন্টারন্যাশনাল নামে গুলশান-১-এ একটি অফিস খোলে। ওই অফিসের ঠিকানা ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে পেজ খুলে বিজ্ঞাপন কুয়েতে উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন দেওয়া হতো।
চক্রটি মূলত ছদ্মনাম এবং অন্যের এনআইডি দিয়ে মোবাইল সিম তুলে প্রতারণা করছিল। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কুয়েতি ভিসার কপি সংগ্রহ করে ফটোশপের মাধ্যমে বিদেশগামী ব্যক্তির নাম, পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য সংযুক্ত করে জাল ভিসা তৈরি করত। একই ভাবে অন্যের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের স্ক্যান কপি সংগ্রহ করে জাল কার্ড তৈরি করত। এসব জাল ভিসা, বিএমইটি ও প্লেনের টিকিট দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে চুক্তির পুরো টাকা হাতিয়ে নিত। এভাবে প্রতারণার মাধ্যমে চক্রটি অর্ধশতাধিক মানুষের কাছ থেকে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশীদ বলেন, ‘গুলশান থানায় করা মামলার তদন্ত করে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়েছে। গ্রেপ্তার শরিফুল ইসলামের নামে বিভিন্ন থানায় প্রতারণার চারটি, আবরার জাওয়ারের নামে একটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা আছে। আবরার জাওয়ার তন্ময় ও কামরুজ্জামান শিশির উভয়ই ট্রান্সজেন্ডার ব্যক্তি। প্রতারণার উদ্দেশ্যে তাঁরা লিঙ্গ পরিবর্তন করে বিভিন্ন নাম ধারণ করেন। ডিবির তদন্তে তাঁদের প্রকৃত পরিচয় উদ্ধার হয়েছে।’
বিদেশে লোক পাঠানোর নামে রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁরা অফিস ভাড়া নিতেন। সেই ঠিকানা ব্যবহার করে ফেসবুকে ভুয়া পেজ খুলতেন। ‘আল সাফার ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানটি কুয়েতে উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন দিত এসব ভুয়া পেজে। বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে যোগাযোগ করলেই প্রতারণার ফাঁদ পেতে অর্থকড়ি হাতিয়ে নিত চক্রটি। অর্থ হাতিয়ে নিয়েই তাঁরা চলে যেতেন আত্মগোপনে। যোগাযোগের সব পথ বন্ধ করে দিতেন। এমনকি প্রতারণার প্রয়োজনে চক্রের সদস্যরা লিঙ্গও পরিবর্তন করেন!
প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করা এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শরিফুল ইসলাম (৪২), আবরার জাওয়ার তন্ময় ওরফে রেজাউল করিম রেজা ওরফে হৃদি মাহজাবিন (২৬) ও আহিয়ান শিশির ওরফে কামরুজ্জামান শিশির (২৯)।
গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০টি পাসপোর্ট, ৯টি জাল ভিসা, জাল বিএমইটি কার্ডের ফটোকপিসহ মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত ৭ আগস্ট গুলশান থানায় প্রতারণার একটি মামলা হয়। ওই মামলা তদন্তের সময় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থেকে চক্রের মূল হোতা ও এজাহারনামীয় আসামি শরিফুল ইসলামকে গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সক্রিয় সদস্য এজাহারনামীয় আসামি আবরার জাওয়ার তন্ময় ও আহিয়ান শিশিরকে একই দিন রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রতারক চক্রটি বিদেশে লোক পাঠানোর কথা বলে আল সাফার ইন্টারন্যাশনাল নামে গুলশান-১-এ একটি অফিস খোলে। ওই অফিসের ঠিকানা ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে পেজ খুলে বিজ্ঞাপন কুয়েতে উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন দেওয়া হতো।
চক্রটি মূলত ছদ্মনাম এবং অন্যের এনআইডি দিয়ে মোবাইল সিম তুলে প্রতারণা করছিল। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কুয়েতি ভিসার কপি সংগ্রহ করে ফটোশপের মাধ্যমে বিদেশগামী ব্যক্তির নাম, পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য সংযুক্ত করে জাল ভিসা তৈরি করত। একই ভাবে অন্যের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের স্ক্যান কপি সংগ্রহ করে জাল কার্ড তৈরি করত। এসব জাল ভিসা, বিএমইটি ও প্লেনের টিকিট দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে চুক্তির পুরো টাকা হাতিয়ে নিত। এভাবে প্রতারণার মাধ্যমে চক্রটি অর্ধশতাধিক মানুষের কাছ থেকে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশীদ বলেন, ‘গুলশান থানায় করা মামলার তদন্ত করে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়েছে। গ্রেপ্তার শরিফুল ইসলামের নামে বিভিন্ন থানায় প্রতারণার চারটি, আবরার জাওয়ারের নামে একটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা আছে। আবরার জাওয়ার তন্ময় ও কামরুজ্জামান শিশির উভয়ই ট্রান্সজেন্ডার ব্যক্তি। প্রতারণার উদ্দেশ্যে তাঁরা লিঙ্গ পরিবর্তন করে বিভিন্ন নাম ধারণ করেন। ডিবির তদন্তে তাঁদের প্রকৃত পরিচয় উদ্ধার হয়েছে।’
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
১৯ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৪ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে