Ajker Patrika

তেল কম দেওয়ায় রাজধানীর ৩ ফিলিং স্টেশনকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২২, ২০: ৫৬
তেল কম দেওয়ায় রাজধানীর ৩ ফিলিং স্টেশনকে ৬ লাখ টাকা জরিমানা

তেল কম দিয়ে ক্রেতাদের ঠকাত রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন। প্রমাণ পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর কল্যাণপুরে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে খালেক ফিলিং স্টেশনের দুটি ইউনিটে প্রতি ১০ লিটার তেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ আইনে ৩ লাখ টাকা জরিমানা করেন। পরে পাম্পের ডিসপেন্সিং ইউনিট তিনটি সিলগালা করে দেওয়া হয়। 

তেল কম দেওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজানা গেছে, বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। 

একই অভিযানে রহমান ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৬০ মিলি লিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তেল কম দেওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতএর আগে দুপুর ১২টার দিকে সোহরাব সার্ভিস স্টেশনে অভিযান চালিয়ে প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার।

উল্লেখ্য, গতকাল সোমবার ৫০০ টাকার তেল কিনে ৩২০ টাকার তেল পাওয়ায় সোহরাব সার্ভিস স্টেশনের সামনে অবস্থান করেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শেখ ইশতিয়াক আহমেদ। পরে বিষয়টি নিয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগও দিয়েছেন এই প্রতিবাদকারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত