ঢামেক প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেদ্র চন্দ্র মণ্ডল (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কারওয়ান বাজার ডিআইটি মার্কেটে তাঁর কাঠের ব্যবসা ছিল।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে কারওয়ান বাজার খ্রিষ্টানপাড়া এলাকার রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।
ভজেন্দ্র চন্দ্র মণ্ডলের পরিচিত মো. জসিম জানান, সকালে ডিআইটি মার্কেটের সামনের রাস্তায় কিছু লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জসিম জানান, ঢামেক হাসপাতাল থেকে কারওয়ান বাজারে গিয়ে স্থানীয়দের বলতে শোনা যায়—কারওয়ান বাজার খ্রিষ্টান পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ভজেন্দ্র।
ভজেন্দ্র চন্দ্রের মেয়ের জামাই খোকন চন্দ্র বিশ্বাস জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাড়ালিয়া গ্রামে। স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে কারওয়ান বাজার খ্রিষ্টান পাড়া এলাকায় থাকতেন ভজেন্দ্র চন্দ্র। সকালে বাসা থেকে বের হয়ে তাঁর কাঠের দোকানে যাচ্ছিলেন। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেন্দ্র চন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি মারা গেছে। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানা যায়নি।
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেদ্র চন্দ্র মণ্ডল (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কারওয়ান বাজার ডিআইটি মার্কেটে তাঁর কাঠের ব্যবসা ছিল।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে কারওয়ান বাজার খ্রিষ্টানপাড়া এলাকার রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।
ভজেন্দ্র চন্দ্র মণ্ডলের পরিচিত মো. জসিম জানান, সকালে ডিআইটি মার্কেটের সামনের রাস্তায় কিছু লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জসিম জানান, ঢামেক হাসপাতাল থেকে কারওয়ান বাজারে গিয়ে স্থানীয়দের বলতে শোনা যায়—কারওয়ান বাজার খ্রিষ্টান পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ভজেন্দ্র।
ভজেন্দ্র চন্দ্রের মেয়ের জামাই খোকন চন্দ্র বিশ্বাস জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাড়ালিয়া গ্রামে। স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে কারওয়ান বাজার খ্রিষ্টান পাড়া এলাকায় থাকতেন ভজেন্দ্র চন্দ্র। সকালে বাসা থেকে বের হয়ে তাঁর কাঠের দোকানে যাচ্ছিলেন। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেন্দ্র চন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি মারা গেছে। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানা যায়নি।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে