Ajker Patrika

মানিকগঞ্জে বুড়ি মেলার মাঠে বোমাসদৃশ বস্তু, নিষ্ক্রিয় করল র‍্যাব

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৪
মানিকগঞ্জে বুড়ি মেলার মাঠে বোমাসদৃশ বস্তু, নিষ্ক্রিয় করল র‍্যাব

মানিকগঞ্জ সদরের আটিগ্রাম বুড়ি মেলার মাঠে কে বা কারা বোমাসদৃশ বস্তু রেখে পালিয়ে যায়। খবর পেয়ে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। আজ মঙ্গলবার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের সামনের মাঠে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৪ (সিপিস-৩)-এর কোম্পানি কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বোমাটি উদ্ধারের পর অন্যত্র নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

জানা যায়, আজ মঙ্গলবার সকালে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে বুড়ির মেলার মাঠে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র‍্যাব-৪ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেনসহ র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বোমার উপস্থিতি বুঝতে পেরে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেন। ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা বেলা আড়াইটার দিকে বোমাটি উদ্ধার করে অন্যত্র নিয়ে নিষ্ক্রিয় করেন।

এদিকে এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত