Ajker Patrika

ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজর টিটিপির হামলায় নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৩: ৫৯
পাকিস্তানি স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ ও ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান। ছবি: সংগৃহীত
পাকিস্তানি স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ ও ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান। ছবি: সংগৃহীত

বালাকোট বিমান হামলায় নেতৃত্বদানকারী ভারতীয় যুদ্ধবিমানচালককে আটক করা পাকিস্তানি স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র এনডিটিভিকে আজ বুধবার এ তথ্য জানিয়েছে। টিটিপি হলো পাক-আফগান সীমান্তে সক্রিয় একটি সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী।

পাকিস্তানি স্পেশাল সার্ভিস গ্রুপের ৬-কমান্ডো ব্যাটালিয়নে কর্মরত মেজর সৈয়দ মুইজ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সারারোগাহা এলাকায় যুদ্ধরত অবস্থায় নিহত হন বলে জানা গেছে। সূত্র জানায়, টিটিপি এই হত্যার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান (তৎকালীন উইং কমান্ডার) ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি বালাকোট আকাশযুদ্ধের সময় একটি পুরোনো মিগ-২১ যুদ্ধবিমান দিয়ে একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে জাতীয় বীর হিসেবে পরিচিতি লাভ করেন। তবে দুর্ভাগ্যবশত, সেই আকাশযুদ্ধের সময় তাঁর বিমানটি পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে চলে যায়। এরপর তাঁকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে। সে সময় পাকিস্তানি সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ। ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানের হাতে বন্দী ছিলেন।

পরে ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপের মুখে পাকিস্তান তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। ২০২১ সালের নভেম্বরে তাঁকে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয় এবং তিনি ‘বীর চক্র’ লাভ করেন।

পুলওয়ামা সন্ত্রাসী হামলার জবাবে ভারত বালাকোটে বিমান হামলা চালিয়েছিল। সেখানে একটি মারুতি সুজুকি ইকো ভ্যান ব্যবহার করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালিয়েছিল। সেই হামলায় চল্লিশ সেনাসদস্য নিহত হয়েছিলেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত