নোয়াখালী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এই রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ ভেবেছিল, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশা ধরে রাখা সম্ভব হয়নি। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ এটাকে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এই মতপার্থক্য দূর করা কঠিন কিছু নয়। আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। আর তখনই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের হবে।’
বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে। আওয়ামীবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা–কর্মীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাঁদের কাছে দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, ‘আপনাদের আবেগ ও ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য সদর ও সুবর্ণচর উপজেলার সব নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না, তবে আজীবন জনগণের পাশে থাকার চেষ্টা করব।’
পথসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এই রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ ভেবেছিল, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশা ধরে রাখা সম্ভব হয়নি। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ এটাকে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এই মতপার্থক্য দূর করা কঠিন কিছু নয়। আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। আর তখনই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের হবে।’
বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে। আওয়ামীবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা–কর্মীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাঁদের কাছে দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, ‘আপনাদের আবেগ ও ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য সদর ও সুবর্ণচর উপজেলার সব নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না, তবে আজীবন জনগণের পাশে থাকার চেষ্টা করব।’
পথসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২০ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২২ মিনিট আগেদুদকের মামলায় যশোর কারাগারে বন্দী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সাবেক উপাচার্য (ভিসি) ড. প্রফেসর আবদুস সাত্তার (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে...
৪৪ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগরে সরকারি অনুমোদন ছাড়া বালু তোলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকালে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামের পাশে গোবরিয়া খালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি ইঞ্জিনের নৌকা ও ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে