ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক যুবলীগ নেতার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই কার্ড বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন ও গফরগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
গত মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউএনও এন এম আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার সদ্য সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা মো. তারা মিয়া ছাড়াও স্বাস্থ্য কার্ড দেয়া হয় নুরে আলম সালেক, মো. রিমন মিয়া, ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমীকে।
স্থানীয়দের অভিযোগ, তাঁরা মিয়া সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠজন। তাঁর আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাকিয়াপুড়া এলাকায় তাঁর ভাইয়ের (অসাবধানতাবশত) লাঠির আঘাতে তিনি চোখে আহত হন। কিন্তু তাঁকে এখন আন্দোলনের ‘আহত যোদ্ধা’ বানানো হলো। এটা কোন ভাবেই কাম্য নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান আশিক বলেন, “আহতদের তালিকা তৈরির জন্য একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। তারা তদন্ত করে তালিকা তৈরি করে। প্রশাসন কীভাবে একজন দলীয় নেতাকে এই তালিকায় যুক্ত করল, তা এখন বড় প্রশ্ন। এটা প্রশাসনের চরম গাফিলতি।”
এ বিষয়ে গফরগাঁও থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আমি জানতাম না যে যুবলীগের নেতা তাঁরা মিয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কার্ড নিয়েছেন।”
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে গফরগাঁও উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে এই বিষয়ে একটি স্ট্যাটাস পাওয়া যায়। সেখানে লিখা হয়, `একটি ছবি ভিন্নভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই যোদ্ধাদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে কেউ যদি ইচ্ছা করে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে নাম দিয়ে তাকে তাহলে তা সংশোধনের সুযোগ রয়েছে। আর কার্ড নেয়া ব্যক্তি তারা মিয়াকে স্বাস্থ্য কার্ড ফেরত দেয়ার কথা বলা হয়েছে।’
তবে অভিযুক্ত তাঁরা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক যুবলীগ নেতার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই কার্ড বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন ও গফরগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
গত মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউএনও এন এম আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার সদ্য সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা মো. তারা মিয়া ছাড়াও স্বাস্থ্য কার্ড দেয়া হয় নুরে আলম সালেক, মো. রিমন মিয়া, ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমীকে।
স্থানীয়দের অভিযোগ, তাঁরা মিয়া সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠজন। তাঁর আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাকিয়াপুড়া এলাকায় তাঁর ভাইয়ের (অসাবধানতাবশত) লাঠির আঘাতে তিনি চোখে আহত হন। কিন্তু তাঁকে এখন আন্দোলনের ‘আহত যোদ্ধা’ বানানো হলো। এটা কোন ভাবেই কাম্য নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান আশিক বলেন, “আহতদের তালিকা তৈরির জন্য একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। তারা তদন্ত করে তালিকা তৈরি করে। প্রশাসন কীভাবে একজন দলীয় নেতাকে এই তালিকায় যুক্ত করল, তা এখন বড় প্রশ্ন। এটা প্রশাসনের চরম গাফিলতি।”
এ বিষয়ে গফরগাঁও থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আমি জানতাম না যে যুবলীগের নেতা তাঁরা মিয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কার্ড নিয়েছেন।”
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে গফরগাঁও উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে এই বিষয়ে একটি স্ট্যাটাস পাওয়া যায়। সেখানে লিখা হয়, `একটি ছবি ভিন্নভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই যোদ্ধাদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে কেউ যদি ইচ্ছা করে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে নাম দিয়ে তাকে তাহলে তা সংশোধনের সুযোগ রয়েছে। আর কার্ড নেয়া ব্যক্তি তারা মিয়াকে স্বাস্থ্য কার্ড ফেরত দেয়ার কথা বলা হয়েছে।’
তবে অভিযুক্ত তাঁরা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৫ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৪ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে