অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে ১২ দিনের আকাশযুদ্ধ শেষে গতকাল মঙ্গলবার ভোরে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় ৩৯ হাজার আবেদন পেয়েছে।
ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরোনোতের বরাতে আজ বুধবার আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি আবেদন।
দৈনিকটির ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি।
ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই ২৪ হাজার ৯৩২টি এবং দক্ষিণের শহর আশকেলন থেকে ১০ হাজার ৭৯৩টি দাবি জমা পড়েছে।
তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি।
১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যদিও তেহরান তা জোরালোভাবে অস্বীকার করেছে।
তবে ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত রোববার যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
অবশেষে ১২ দিনের এই আকাশযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হয়।
আরও খবর পড়ুন:
ইরানের সঙ্গে ১২ দিনের আকাশযুদ্ধ শেষে গতকাল মঙ্গলবার ভোরে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় ৩৯ হাজার আবেদন পেয়েছে।
ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরোনোতের বরাতে আজ বুধবার আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি আবেদন।
দৈনিকটির ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি।
ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই ২৪ হাজার ৯৩২টি এবং দক্ষিণের শহর আশকেলন থেকে ১০ হাজার ৭৯৩টি দাবি জমা পড়েছে।
তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি।
১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যদিও তেহরান তা জোরালোভাবে অস্বীকার করেছে।
তবে ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত রোববার যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
অবশেষে ১২ দিনের এই আকাশযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হয়।
আরও খবর পড়ুন:
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
৩ মিনিট আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩৮ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে