Ajker Patrika

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

যুবদল নেতার ৫ কোটি টাকা চাঁদা দাবি এবং শরীয়তপুরের গাড়ি রাজধানীর যাত্রাবাড়ীতে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে থানা-পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ শনিবার পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুব শক্তি ও শরীয়তপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-জনতা অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘ফাহিম নামের যুবদলের এক নেতা যাত্রাবাড়ীতে শরীয়তপুরের পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি সে শরীয়তপুরের পরিবহনমালিকদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় যুবদল নেতা ও তার লোকজন শরীয়তপুরের কোনো গাড়ি যাত্রাবাড়ী ঢুকতে দিচ্ছে না। গাড়ি যাত্রাবাড়ী ঢুকলেই ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে।’

পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ইমরান আল নাজির বলেন, ‘আজকে আমরা পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই চাঁদাবাজ ফাহিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এ ছাড়া রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ মিয়া ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার সঙ্গে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে শরীয়তপুরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু বলেন, ‘সারা দেশে যে মব জাস্টিস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে মানুষ হত্যা করা হয়েছে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন মব জাস্টিস ও চাঁদাবাজি চলতে পারে না। আমরা এই মব জাস্টিস ও চাঁদাবাজির বিরুদ্ধে আজকে প্রাথমিকভাবে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করেছি। যদি এসব বন্ধ করা না হয় এবং দোষীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।’

পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসাইন বলেন, ‘পদ্মা সেতু টোল প্লাজা অবরোধের খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তারাও আমাদের অনুরোধ সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে।’

সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর যাত্রাবাড়ীতে শরীয়তপুরের বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে আসছেন স্থানীয় যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম। সম্প্রতি তিনি শরীয়তপুরের পরিবহন থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে যাত্রাবাড়ীতে শরীয়তপুরের কোনো পরিবহন ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন যুবদলের সাবেক এই নেতা।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৯ জুলাই থেকে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরের গাড়ি চলাচল বন্ধ করে দেন যুবদল নেতা ফাহিম ও তাঁর লোকজন। এ পর্যন্ত দোলাইরপাড় ও যাত্রাবাড়ী এলাকায় ফাহিম ও তাঁর লোকজন শরীয়তপুরের প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর এবং ১০ জন শ্রমিককে আহত করেন বলে অভিযোগ শরীয়তপুর বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের।

এ ঘটনায় শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে ডিএমপি পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, র‍্যাব ও সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) দুপুরে শরীয়তপুর পৌর বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করেন শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত