Ajker Patrika

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৮: ৪৬
সেটিই ছিল আইনস্টাইনের প্রথম ও শেষ মধ্যপ্রাচ্য ভ্রমণ। ছবি: সংগৃহীত
সেটিই ছিল আইনস্টাইনের প্রথম ও শেষ মধ্যপ্রাচ্য ভ্রমণ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে নৃশংস হত্যাযজ্ঞের কারণে চরম রাজনৈতিক সংকট ও বৈশ্বিক সমালোচনার মুখে ইসরায়েল। খোদ ইসরায়েলিরাই মনে করছেন, রাষ্ট্রটি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। এই বাস্তবতা আট দশক আগেই উপলব্ধি করেছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন। ইসরায়েল রাষ্ট্র একদিন পতনের দিকে এগোবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

১৯৪৮ সালে ‘রাষ্ট্র’ ঘোষণা করার এক দশক আগেই আইনস্টাইন জানিয়ে দিয়েছিলেন, প্রস্তাবিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা ইহুদি জাতীয়তাবাদের (জায়োনিজম) ‘মূল চেতনার পরিপন্থী’। হিটলারের জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া এই বিজ্ঞানী ফ্যাসিবাদের রূপ সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন।

এর আগে ১৯৪৬ সালে ফিলিস্তিন ইস্যুতে অ্যাংলো-আমেরিকান ইনকোয়ারি কমিটিতে বক্তব্য দিতে গিয়ে আইনস্টাইন বলেন, ‘আমি মনে করি, এটা (ইসরায়েল রাষ্ট্র ধারণা) খারাপ।’ অর্থাৎ, রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েই তিনি সংশয়ে ছিলেন।

১৯৪৮ সালে ইসরায়েলের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন যুক্তরাষ্ট্র সফরে যান। ওই সময় আইনস্টাইনসহ একদল ইহুদি বুদ্ধিজীবী নিউইয়র্ক টাইমসে একটি খোলা চিঠি প্রকাশ করে বেগিনের দলের বিরুদ্ধে সরব হন। চিঠিতে বেগিনের হেরুত পার্টিকে নাৎসি ও ফ্যাসিবাদী দলের সঙ্গে তুলনা করে বলা হয়, দলটি ‘সংগঠন, রাজনৈতিক আদর্শ ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে’ ফ্যাসিস্টদের মতোই।

এই হেরুত পার্টির উত্তরসূরি বর্তমানে ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টি। দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেগিন ইরগুন নামে এক ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ছিলেন, যারা ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েও বেগিন কখনো ব্রিটেন সফর করেননি। কারণ, তখনো তিনি সেখানে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে সংঘটিত বহু সহিংসতার ঘটনাই ছিল আইনস্টাইনের বিশেষ আপত্তির জায়গা। সম্ভবত এ কারণে তিনি ১৯৫২ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন তাঁকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আইনস্টাইন বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দেন। কারণ, তিনি একদিকে শান্তিবাদী ছিলেন, অন্যদিকে জার্মান শরণার্থী হিসেবে নিউ জার্সির প্রিন্সটনে নিজের ঘর নিয়েই সন্তুষ্ট ছিলেন।

শেফার্ড রিফকিনকে লেখা আইনস্টাইনের চিঠি। ছবি: সংগৃহীত
শেফার্ড রিফকিনকে লেখা আইনস্টাইনের চিঠি। ছবি: সংগৃহীত

আইনস্টাইনের সবচেয়ে কঠোর বিবৃতিগুলোর একটি পাওয়া যায় এক সংক্ষিপ্ত চিঠিতে। ১৯৪৮ সালের এপ্রিলে ‘দেইর ইয়াসিন’ গণহত্যার খবর পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখেছিলেন। ওই গণহত্যায় বেগিনের সন্ত্রাসী সংগঠন ইরগুন এবং ইহুদিদের চরমপন্থী সংগঠন স্টার্ন গ্যাং-এর প্রায় ১২০ সন্ত্রাসী পশ্চিম জেরুজালেমের দেইর ইয়াসিন গ্রামে হামলা চালিয়ে ১০০ থেকে ২৫০ জন ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করে। তাদের হত্যার ধরন ছিল নৃশংস। কিছু মানুষকে গুলি করে, কিছু গ্রেনেড বিস্ফোরণে এবং অনেককে গ্রেপ্তারের পর প্যারেড করিয়ে হত্যা করা হয়। ধর্ষণ, নির্যাতন ও অঙ্গচ্ছেদেরও অভিযোগ ওঠে।

আইনস্টাইন চিঠিটি পাঠিয়েছিলেন নিউইয়র্কে ‘আমেরিকান ফ্রেন্ডস অব দ্য ফাইটারস ফর দ্য ফ্রিডম অব ইসরায়েল’ নামের একটি সংগঠনের নির্বাহী পরিচালক শেফার্ড রিফকিন বরাবর। রিফকিন যুক্তরাষ্ট্রে স্টার্ন গ্যাং-এর জন্য অর্থ সংগ্রহ করছিলেন। আইনস্টাইন ৫০ শব্দের ওই চিঠিতে লেখেন—

জনাব,

যখন ফিলিস্তিনে আমাদের ওপর কোনো সত্যিকারের এবং চূড়ান্ত বিপর্যয় নেমে আসবে, তখন সেটির জন্য প্রথমে দায়ী হবে ব্রিটিশরা এবং দ্বিতীয়ত দায়ী হবে আমাদের নিজস্ব স্তর থেকে গড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো। আমি এই বিভ্রান্ত এবং অপরাধী ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত কারও সঙ্গে যুক্ত থাকতে রাজি নই।

আপনার বিশ্বস্ত,

আলবার্ট আইনস্টাইন।

পরে এই চিঠির সত্যতা বিচার করে নিলামে বিক্রি হয় এবং বহু গবেষক এটিকে আইনস্টাইনের সবচেয়ে কঠোর ভাষায় লেখা ‘অ্যান্টি-জায়োনিস্ট’ বার্তা হিসেবে বর্ণনা করেন।

তবে আইনস্টাইন সব সময় এমন ছিলেন না। ১৯২৯ সালে ম্যানচেস্টার গার্ডিয়ানকে পাঠানো এক চিঠিতে তিনি ফিলিস্তিনে ইহুদির রাষ্ট্রের পক্ষে কাজ করা ইহুদিদের প্রশংসা করেছিলেন। তিনি সেই চিঠিতে বলেন, ‘চমৎকার নৈতিক ও বুদ্ধিবৃত্তিক গুণসম্পন্ন তরুণ-তরুণী; যারা খালি হাতে সড়ক নির্মাণ করছে, পরিত্যক্ত মাটিকে কৃষিতে রূপ দিচ্ছে, বিদ্যুৎ উৎপাদন ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে। কোনো সচেতন ব্যক্তি ফিলিস্তিনে ইহুদিদের অসাধারণ সাফল্য এবং তাঁদের একাগ্রতা দেখে মুগ্ধ না হয়ে পারি না।’

আইনস্টাইনের এই ধারণা গড়ে উঠেছিল ১৯২৩ সালে ১২ দিনের ফিলিস্তিন সফরের সময়। তিনি সেখানে হিব্রু ইউনিভার্সিটিতে বক্তৃতা দেন। সেটিই ছিল তাঁর প্রথম ও শেষ মধ্যপ্রাচ্য সফর।

সারা জীবন শান্তিবাদী আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘ম্যানিফেস্টো টু দ্য ইউরোপিয়ানস’ শীর্ষক ইশতেহার লিখেছিলেন। এই ইশতেহারে সমস্ত রাষ্ট্রের রাজনৈতিক ঐক্যের মাধ্যমে ইউরোপে শান্তির আহ্বান জানানো হয়। সম্ভবত এ কারণেই তিনি কখনো ইসরায়েল সফর করেননি। কারণ, রাষ্ট্রটি অস্ত্র, বিস্ফোরক এবং ফিলিস্তিনিদের রক্তের ওপর গঠিত।

এরপর ফিলিস্তিনে দেইর ইয়াসিন গণহত্যার মতো অনেক ঘটনা ঘটেছে। আইনস্টাইন যেই ইহুদি সন্ত্রাসবাদকে ঘৃণা করতেন, আজকের গাজা তার প্রকৃষ্ট উদাহরণ। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে আবারও নির্বিচারে হামলা চালানো হচ্ছে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে চারবার সাধারণ নির্বাচন হয়েছে, তবে একটিও স্থিতিশীল সরকার গঠন করতে পারেনি। নেতানিয়াহুর একমাত্র অস্ত্র হলো—ইসরায়েলি ইহুদিদের নিরাপত্তাহীনতার অনুভূতিকে ব্যবহার করা। ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ হাত থেকে ইসরায়েলকে ‘রক্ষা’ করার যোগ্য ‘শক্তিশালী নেতা’ হিসেবে নিজেকে উপস্থাপন করতে তিনি মরিয়া।

নেতানিয়াহুর শাসনামলেই পাস হয়েছে বিতর্কিত ‘ইহুদি জাতি-রাষ্ট্র আইন’। অথচ ইসরায়েলকে একটি ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্ববর্তী নেতারা।

আইনস্টাইনের মতো অনেক ইহুদি আজ এই রাষ্ট্রের রাজনীতি ও নীতির বিরুদ্ধে মুখ খুলছেন। অনেকে বলছেন, হেরুত দলের নাৎসি ও ফ্যাসিবাদী দর্শনের ছায়া আজকের লিকুদ পার্টি ও অন্য ডানপন্থী দল ও সংগঠনের ওপর দৃশ্যমান।

আইনস্টাইন সম্ভবত আগেই বুঝেছিলেন, সশস্ত্র চরমপন্থীদের নেতৃত্বে গঠিত ইসরায়েল রাষ্ট্র দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারবে না।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত