নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে মারামারি বেধেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বাবুগঞ্জে ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার বিকেলে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধী পক্ষে থাকা নেতা-কর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তাঁরা পাল্টা প্রতিবাদ মিছিল বের করেন। এত পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনস্থলের কাছেই মাদ্রাসার সামনে দলের আরেক পক্ষ প্রতিবাদ মিছিল করছিল। তখন সম্মেলনকারীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন আরাফাতসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত মিল্টন জানান, সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তাঁরা গিয়ে মাদ্রাসার কাছে জমায়েত হন। একপর্যায়ে একদল বিএনপির কর্মী তাঁদের ওপর হামলা করেছেন। এই সম্মেলন পাতানো বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের শীর্ষ নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছে। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছেন। আজ কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন কোথাও কোনো গন্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোঁজ এখন নেব।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুই পক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কি না জানি না। কেউ থানায় অভিযোগ দেয়নি।’
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে মারামারি বেধেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বাবুগঞ্জে ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার বিকেলে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধী পক্ষে থাকা নেতা-কর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তাঁরা পাল্টা প্রতিবাদ মিছিল বের করেন। এত পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনস্থলের কাছেই মাদ্রাসার সামনে দলের আরেক পক্ষ প্রতিবাদ মিছিল করছিল। তখন সম্মেলনকারীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন আরাফাতসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত মিল্টন জানান, সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তাঁরা গিয়ে মাদ্রাসার কাছে জমায়েত হন। একপর্যায়ে একদল বিএনপির কর্মী তাঁদের ওপর হামলা করেছেন। এই সম্মেলন পাতানো বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের শীর্ষ নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছে। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছেন। আজ কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন কোথাও কোনো গন্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোঁজ এখন নেব।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুই পক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কি না জানি না। কেউ থানায় অভিযোগ দেয়নি।’
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৪৩) হত্যার ঘটনার পর স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যবসায়িক কার্যক্রম। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙারিপট্টির ব্যবসায়ীরা।পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ...
৩ ঘণ্টা আগে২০২৫ সালের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে রাজধানী ঢাকায় খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছরের (২০২৪) একই সময়ের তুলনায় মোট অপরাধ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে হত্যাকাণ্ড, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮২.৫ শতাংশ বেশি। পুলিশ সদর দপ্তরের...
৩ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার জীবননগরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের টিআর-কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা হাকিমুর রহমান লিটনের বিরুদ্ধে প্রকল্পের বরাদ্দ থেকে ২০ শতাংশ অর্থ অফিস খরচের নাম করে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেগ্রামীণ সড়কের মাঝে ঠায় দাঁড়িয়ে রয়েছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কংক্রিটের সেতু। দুই প্রান্তে ঝোপজঙ্গল। সেতুতে যানবাহন ওঠানোর জন্য নেই কোনো সংযোগ সড়ক। মাটির সরু পথে কোনো রকম সেতুতে ওঠেন পথচারীরা। সেতু দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় গ্রামবাসীকে দীর্ঘ পথ হেঁটে যেতে হয়।
৩ ঘণ্টা আগে