Ajker Patrika

বাবুগঞ্জে সম্মেলন ঘিরে বিএনপির দুই পক্ষের মারামারি, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে বাবুগঞ্জে লোকজনের সঙ্গের কথা বলে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে বাবুগঞ্জে লোকজনের সঙ্গের কথা বলে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে মারামারি বেধেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বাবুগঞ্জে ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার বিকেলে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধী পক্ষে থাকা নেতা-কর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তাঁরা পাল্টা প্রতিবাদ মিছিল বের করেন। এত পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনস্থলের কাছেই মাদ্রাসার সামনে দলের আরেক পক্ষ প্রতিবাদ মিছিল করছিল। তখন সম্মেলনকারীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন আরাফাতসহ পাঁচজন আহত হয়েছেন।

আহত মিল্টন জানান, সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তাঁরা গিয়ে মাদ্রাসার কাছে জমায়েত হন। একপর্যায়ে একদল বিএনপির কর্মী তাঁদের ওপর হামলা করেছেন। এই সম্মেলন পাতানো বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের শীর্ষ নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছে। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছেন। আজ কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে।

উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন কোথাও কোনো গন্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোঁজ এখন নেব।’

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুই পক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কি না জানি না। কেউ থানায় অভিযোগ দেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত