Ajker Patrika

১১ মাস পরও আগের মতো দখল-চাঁদাবাজি সবই চলছে: নুর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় পথসভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা
কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় পথসভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল দেশের মানুষ। কিন্তু সে পরিবর্তনের কিছুই হয়নি অভ্যুত্থানের ১১ মাসেও। আগের মতো ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা জায়গায় দখল-চাঁদাবাজি থেকে শুরু করে সবই চলছে। রক্তের দাগ শুকানোর আগে, শহীদের স্বজনদের কান্না থামানোর আগে রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শন করে নতুন করে পরিবারে কান্না বাড়াচ্ছে।’

আজ শনিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের অনেক তরুণ আহতসহ নিহত হয়েছেন। দেশের মানুষ এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষা ভোলেনি। সেটা নির্বাচনে প্রমাণ হবে। আমি ভিপি হয়েছিলাম মেধাবী শিক্ষার্থীদের ভোটে। তারা আমাকে বিকল্প হিসেবে বেছে নিয়েছিল। নির্বাচনেও মানুষ তা করবে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘এমন সমাজ চাই, যেখানে কারও আধিপত্য থাকবে না। ব্যবসায়ী, সাধারণ মানুষ, সকল দলের নেতা-কর্মীদের জন্য সহনশীল পরিবেশ তৈরি করবে। ইউএনও, ওসি অফিসে মানুষ স্যার বলবে না। তারা মানুষকে স্যার বলবে। ওসি, ডিসি সাহেবরা মানুষকে বলবে, স্যার আপনার কী সেবা লাগবে বলেন। এই পরিবর্তন আমরা চাই। এই পরিবর্তনের জন্য গণঅধিকার সারা দেশে কাজ শুরু করেছে।’

এর আগে তিনি কর্ণফুলীর শিকলবাহায় গণঅধিকার পরিষদের দক্ষিণ জেলার কার্যালয় উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত