Ajker Patrika

হাজতখানায় ডাকাত শাহীনের ‘ফোন’ ব্যবহার, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০০: ৩১
হাজতখানায় ডাকাত শাহীনের ‘ফোন’ ব্যবহার, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

কক্সবাজারে আদালতের হাজতখানায় সীমান্তের চোরাচালান চক্রের হোতা শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার অভিযোগে দুই টিএসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজিম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর।

এর আগে গত বুধবার (৯ জুন) মামলায় হাজিরা দিতে আদালত পুলিশের হাজতখানায় আনা হয় ডাকাত শাহীনকে। আদালতে তোলার সময় তাঁর পকেটে থাকা মোবাইল ফোনসহ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় গতকাল শুক্রবার কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগ উঠেছে, পুলিশের সদস্যরা আদালতে হাজিরার সময় টাকার বিনিময়ে শাহীনকে মোবাইল ব্যবহার ও তাঁর সহযোগীদের সঙ্গে আলাপের সুযোগ করে দেন।

উল্লেখ্য, গত ৫ জুন সকালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকের আহমদের বাড়ি থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় শাহীন ডাকাতকে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদক, চোরাচালানসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত