নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজেল, কেরোসিন ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে। তবে দাম বাড়ানোর খবর প্রকাশ হতেই রাজধানীর বিভিন্ন স্থানে পাম্পে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। তেল নিতে গিয়ে বিপাকে পড়েছেন যানবাহনের চালকেরা।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের সামনে করিম ফিলিং স্টেশন। অন্যান্য দিন সব সময় যেখানে পাম্প খোলা থাকে সেখানে শুক্রবার রাতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পাম্পের লাইট অফ করে দেয় মালিক পক্ষ। জানানো হয় তেল নেই। এ সময় পাম্পের সামনে শত শত যানবাহনের সারি দেখা যায়।
তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। তাতেও কর্ণপাত না করলে সড়ক অবরোধ করেন। এ সময় পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মোটরসাইকেল চালক, প্রাইভেটকার ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ এসে কথা বললে পাম্প খুলে দেওয়া হয়।
ক্ষোভ প্রকাশ করে চালকেরা জানান, তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তারপরও যখন বাড়ছে সে দামেই কিনতে হবে। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করতে এবং বেশি দামে তেল বিক্রি করতে পাম্প বন্ধ করে দিয়েছে তারা।
একই অবস্থা দেখা গেছে উত্তরায়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর উত্তরার সব পাম্প বন্ধ রেখেছেন পাম্প মালিকেরা।
ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুরে শুক্রবার (৫ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন চালকেরা। সর্বশেষ রাত ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকতে দেখা যায়। এ ছাড়া রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরে অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়।
আন্দোলনরতরা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তরার সব জ্বালানি তেলের পাম্প বন্ধ করে রেখেছে। কাউকে তেল দিচ্ছে না।
সরেজমিনে উত্তরার আজমপুরের কসমো ফিলিং স্টেশন, আবদুল্লাহপুরের তাসিন সিএনজি ফিলিং স্টেশন, খন্দকার সিএনজি পাম্প, উত্তরা ফিলিং স্টেশন এবং বিমানবন্দরের পাম্প ঘুরে দেখা যায়, সবগুলোর আলো বন্ধ । এ সময় পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া যাত্রাবাড়ী, পুরান ঢাকাসহ বেশ কয়েকটি স্থানে একই ধরনের খবর পাওয়া গেছে।
আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার এএসআই সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার তেলের দাম বাড়াইছে। যার কারণে পাম্প থেকে তেল দিচ্ছে না। যার কারণে বাইকাররা মহাসড়ক অবরোধ করে রেখেছে।’
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোরশেদ আলম আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি পুলিশ পাঠাচ্ছি। পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে শুক্রবার রাত ১২টা থেকে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়েছে সরকার। এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা লাগবে। এক লিটার অকটেনের জন্য দিতে হবে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
ডিজেল, কেরোসিন ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে। তবে দাম বাড়ানোর খবর প্রকাশ হতেই রাজধানীর বিভিন্ন স্থানে পাম্পে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। তেল নিতে গিয়ে বিপাকে পড়েছেন যানবাহনের চালকেরা।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের সামনে করিম ফিলিং স্টেশন। অন্যান্য দিন সব সময় যেখানে পাম্প খোলা থাকে সেখানে শুক্রবার রাতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পাম্পের লাইট অফ করে দেয় মালিক পক্ষ। জানানো হয় তেল নেই। এ সময় পাম্পের সামনে শত শত যানবাহনের সারি দেখা যায়।
তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। তাতেও কর্ণপাত না করলে সড়ক অবরোধ করেন। এ সময় পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মোটরসাইকেল চালক, প্রাইভেটকার ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ এসে কথা বললে পাম্প খুলে দেওয়া হয়।
ক্ষোভ প্রকাশ করে চালকেরা জানান, তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তারপরও যখন বাড়ছে সে দামেই কিনতে হবে। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করতে এবং বেশি দামে তেল বিক্রি করতে পাম্প বন্ধ করে দিয়েছে তারা।
একই অবস্থা দেখা গেছে উত্তরায়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর উত্তরার সব পাম্প বন্ধ রেখেছেন পাম্প মালিকেরা।
ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুরে শুক্রবার (৫ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন চালকেরা। সর্বশেষ রাত ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকতে দেখা যায়। এ ছাড়া রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরে অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়।
আন্দোলনরতরা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তরার সব জ্বালানি তেলের পাম্প বন্ধ করে রেখেছে। কাউকে তেল দিচ্ছে না।
সরেজমিনে উত্তরার আজমপুরের কসমো ফিলিং স্টেশন, আবদুল্লাহপুরের তাসিন সিএনজি ফিলিং স্টেশন, খন্দকার সিএনজি পাম্প, উত্তরা ফিলিং স্টেশন এবং বিমানবন্দরের পাম্প ঘুরে দেখা যায়, সবগুলোর আলো বন্ধ । এ সময় পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া যাত্রাবাড়ী, পুরান ঢাকাসহ বেশ কয়েকটি স্থানে একই ধরনের খবর পাওয়া গেছে।
আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার এএসআই সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার তেলের দাম বাড়াইছে। যার কারণে পাম্প থেকে তেল দিচ্ছে না। যার কারণে বাইকাররা মহাসড়ক অবরোধ করে রেখেছে।’
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোরশেদ আলম আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি পুলিশ পাঠাচ্ছি। পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে শুক্রবার রাত ১২টা থেকে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়েছে সরকার। এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা লাগবে। এক লিটার অকটেনের জন্য দিতে হবে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে