নিজস্ব প্রতিবেদক
করোনার কারণে এবারের বইমেলায় ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম। এমন পরিস্থিতিতেও বইমেলায় সাড়া জাগিয়েছে মুনজেরিন শহীদের ইংরেজি শেখার দুটি বই ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ এবং ‘সবার জন্য ভোকাবুলারি’। বইগুলো এনেছে তাম্রলিপি প্রকাশনী।
তাম্রলিপির কর্ণধার এ কে এম তারিকুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ এবং সবার জন্য ভোকাবুলারি বই দুটি এবার পুরো মেলাজুড়েই বিক্রির শীর্ষে আছে।’
কত কপি বিক্রি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপাতত সংখ্যাটি গোপন রাখতে চাচ্ছি। তবে অন্য যেকোন বইয়ের চেয়ে এই বই দুটো বিক্রির দিক থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে।’
তাম্রলিপির বিক্রয়কর্মীরা জানালেন মুনজেরিন শহীদ যেদিন তাদের স্টলে থাকেন, সেদিন তার বই দুটি হাজারের বেশি কপি বিক্রি হয়। এবারের মেলায় বই দুটি পাঁচ হাজার কপির বেশি বিক্রি হয়েছে বলে জানালেন তারা।
এবারের বইমেলায় প্রতিদিনই দেখা যাচ্ছে, অন্য স্টলগুলোতে ক্রেতাশূন্যতা থাকলেও তাম্রলিপির প্যাভিলিয়নে ভিড় লেগেই আছে। সরেজমিনে দেখা যায়, দুপুরের প্রখর রোদের মধ্যেও তাম্রলিপির প্যাভিলিয়নে আগ্রহ নিয়ে বই দেখছেন পাঠকরা।
মিরপুর থেকে আসা দুই তরুণী বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় ইংরেজী নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই মুনজেরিন শহীদের বই দুটো কিনলাম।
‘সময় প্রকাশনী’র প্যাভিলিয়নে ঘুরে দেখা যায়, বিক্রির দিক থেকে এগিয়ে মুহম্মদ জাফর ইকবালের ‘যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু’। বইটি ৬০০ কপির মতো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সময় প্যাভিলিয়নের একজন বিক্রয়কর্মী।
তিনি জানান, গত বছর ‘সময় প্রকাশনী’র প্যাভিলিয়নে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল মুহম্মদ জাফর ইকবালের গ্লিনা বইটি। সেটা চার হাজার কপির বেশি বিক্রি হয়েছিল।
পাঞ্জেরিতে এবার বিক্রির শীর্ষে আছে কার্টুনিস্ট শাহরিয়ারের ‘বেসিক আলী ১৩’। এটি বুধবার পর্যন্ত ৬০০ কপি বিক্রি হয়েছে। গত বছর পাঞ্জেরিতে বিক্রির শীর্ষে ছিল ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’ বইটি। এটি ছয় হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছিল বলে পাঞ্জেরির স্টল থেকে জানানো হয়েছে।
বুধবার মেলায় ৬৯টি নতুন বই এসেছে। এ নিয়ে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৫৮টি। বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী বুধবার আসা বইগুলোর মধ্যে গল্পের বই আটটি, উপন্যাস ১১টি, প্রবন্ধ তিনটি, কবিতার বই ২৮টি, গবেষণাধর্মী বই দুইটি, ছড়ার বই চারটি, জীবনী নিয়ে লেখা বই তিনটি, ভ্রমণকাহিনী একটি, ইতিহাসভিত্তিক বই দুইটি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই একটি এবং অন্যান্য বিষয়ের বই দুইটি।
দুপুর ১২টায় মেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে বলে বাংলা একাডেমি নিশ্চিত করেছে।
করোনার কারণে এবারের বইমেলায় ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম। এমন পরিস্থিতিতেও বইমেলায় সাড়া জাগিয়েছে মুনজেরিন শহীদের ইংরেজি শেখার দুটি বই ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ এবং ‘সবার জন্য ভোকাবুলারি’। বইগুলো এনেছে তাম্রলিপি প্রকাশনী।
তাম্রলিপির কর্ণধার এ কে এম তারিকুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ এবং সবার জন্য ভোকাবুলারি বই দুটি এবার পুরো মেলাজুড়েই বিক্রির শীর্ষে আছে।’
কত কপি বিক্রি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপাতত সংখ্যাটি গোপন রাখতে চাচ্ছি। তবে অন্য যেকোন বইয়ের চেয়ে এই বই দুটো বিক্রির দিক থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে।’
তাম্রলিপির বিক্রয়কর্মীরা জানালেন মুনজেরিন শহীদ যেদিন তাদের স্টলে থাকেন, সেদিন তার বই দুটি হাজারের বেশি কপি বিক্রি হয়। এবারের মেলায় বই দুটি পাঁচ হাজার কপির বেশি বিক্রি হয়েছে বলে জানালেন তারা।
এবারের বইমেলায় প্রতিদিনই দেখা যাচ্ছে, অন্য স্টলগুলোতে ক্রেতাশূন্যতা থাকলেও তাম্রলিপির প্যাভিলিয়নে ভিড় লেগেই আছে। সরেজমিনে দেখা যায়, দুপুরের প্রখর রোদের মধ্যেও তাম্রলিপির প্যাভিলিয়নে আগ্রহ নিয়ে বই দেখছেন পাঠকরা।
মিরপুর থেকে আসা দুই তরুণী বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় ইংরেজী নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই মুনজেরিন শহীদের বই দুটো কিনলাম।
‘সময় প্রকাশনী’র প্যাভিলিয়নে ঘুরে দেখা যায়, বিক্রির দিক থেকে এগিয়ে মুহম্মদ জাফর ইকবালের ‘যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু’। বইটি ৬০০ কপির মতো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সময় প্যাভিলিয়নের একজন বিক্রয়কর্মী।
তিনি জানান, গত বছর ‘সময় প্রকাশনী’র প্যাভিলিয়নে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল মুহম্মদ জাফর ইকবালের গ্লিনা বইটি। সেটা চার হাজার কপির বেশি বিক্রি হয়েছিল।
পাঞ্জেরিতে এবার বিক্রির শীর্ষে আছে কার্টুনিস্ট শাহরিয়ারের ‘বেসিক আলী ১৩’। এটি বুধবার পর্যন্ত ৬০০ কপি বিক্রি হয়েছে। গত বছর পাঞ্জেরিতে বিক্রির শীর্ষে ছিল ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’ বইটি। এটি ছয় হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছিল বলে পাঞ্জেরির স্টল থেকে জানানো হয়েছে।
বুধবার মেলায় ৬৯টি নতুন বই এসেছে। এ নিয়ে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৫৮টি। বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী বুধবার আসা বইগুলোর মধ্যে গল্পের বই আটটি, উপন্যাস ১১টি, প্রবন্ধ তিনটি, কবিতার বই ২৮টি, গবেষণাধর্মী বই দুইটি, ছড়ার বই চারটি, জীবনী নিয়ে লেখা বই তিনটি, ভ্রমণকাহিনী একটি, ইতিহাসভিত্তিক বই দুইটি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই একটি এবং অন্যান্য বিষয়ের বই দুইটি।
দুপুর ১২টায় মেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে বলে বাংলা একাডেমি নিশ্চিত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে