উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান বলেছেন, যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাঁদের ভাবা উচিত এটা ১৯৭৫ সাল না। এই ২০২৩ সালে বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা দেশে সোচ্চার। প্রধানমন্ত্রীকে নতুন করে আক্রমণের চেষ্টা, হুমকি দেওয়া হলে তাঁদের বাংলার মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা হবে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কাওলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সভাপতিত্ব করেন দলটির মহানগর উত্তরের সভাপতি মো. ইসহাক মিয়া ইসহাক।
হাবিব হাসান বলেন, শেখ হাসিনা দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল রেল ও দুটি উড়াল সেতু উদ্বোধন করেছেন। যার কারণে আজকে বিমানবন্দর, টঙ্গীতে যানজট নেই। এগুলো প্রধানমন্ত্রী করেছেন বাংলার মানুষ ও বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনা ইউরোপের থেকেও বাংলাদেশে বেশি উন্নয়ন করেছেন।
তিনি আরও বলেন, ‘এ দেশে একটা জঞ্জাল দল আছে, যারা ১৯৭১ সালে আমাদের মা-বোনের ইজ্জত নষ্ট করেছিল। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। যে দলের জন্ম হয়েছে আগাছা থেকে। যে দলের জন্মদাতা জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।’
বিএনপির তারেক জিয়া ও খালেদা জিয়া নতুন করে আবার দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন বন্ধ করার ফন্দি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, সমাজের অবহেলিত ব্যক্তি, যারা এক ভাই আওয়ামী লীগ করেন এক ভাই বিএনপি করেন, আরেক ভাই জামায়াত করেন, তাঁরা কেউ ক্যানডিডেট হবেন না। হলেও নেতা হতে পারবেন না। যদি কেউ মাদক ব্যবসা করেন, যারা মাদক সেবন করেন তাঁরাও নেতা হতে পারবেন না। অবাঞ্ছিত কাউকে কোথাও নেতা করিও নাই, করবও না।’
প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, আজকের এই সমাগম হঠাৎ করে হয়নি। এই ১১টি ওয়ার্ডে ১১ জন কেন্দ্রীয় নেতা এসেছিলেন। তাঁরা মহানগরের সঙ্গে সদস্য সংগ্রহ করেছিলেন, মিটিংয়ের পর মিটিং করেছেন। তাঁদের উদ্যোগে আজ এ ব্যাপক সাড়া পড়েছে।
দলটির মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম বলেন, ‘আমি এমন নেতা চাই না, সারা রাতে স্লোগান দেবেন, কিন্তু সকালে রাজপথে থাকবেন না। যারা প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেন, যারা দলের প্রতিটি কর্মসূচিতেই অংশগ্রহণ করেন তাঁদেরকেই চাই।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর রহমান খান ইমরান। মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের হাজার হাজার নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান বলেছেন, যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাঁদের ভাবা উচিত এটা ১৯৭৫ সাল না। এই ২০২৩ সালে বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা দেশে সোচ্চার। প্রধানমন্ত্রীকে নতুন করে আক্রমণের চেষ্টা, হুমকি দেওয়া হলে তাঁদের বাংলার মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা হবে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কাওলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সভাপতিত্ব করেন দলটির মহানগর উত্তরের সভাপতি মো. ইসহাক মিয়া ইসহাক।
হাবিব হাসান বলেন, শেখ হাসিনা দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল রেল ও দুটি উড়াল সেতু উদ্বোধন করেছেন। যার কারণে আজকে বিমানবন্দর, টঙ্গীতে যানজট নেই। এগুলো প্রধানমন্ত্রী করেছেন বাংলার মানুষ ও বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনা ইউরোপের থেকেও বাংলাদেশে বেশি উন্নয়ন করেছেন।
তিনি আরও বলেন, ‘এ দেশে একটা জঞ্জাল দল আছে, যারা ১৯৭১ সালে আমাদের মা-বোনের ইজ্জত নষ্ট করেছিল। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। যে দলের জন্ম হয়েছে আগাছা থেকে। যে দলের জন্মদাতা জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।’
বিএনপির তারেক জিয়া ও খালেদা জিয়া নতুন করে আবার দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন বন্ধ করার ফন্দি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, সমাজের অবহেলিত ব্যক্তি, যারা এক ভাই আওয়ামী লীগ করেন এক ভাই বিএনপি করেন, আরেক ভাই জামায়াত করেন, তাঁরা কেউ ক্যানডিডেট হবেন না। হলেও নেতা হতে পারবেন না। যদি কেউ মাদক ব্যবসা করেন, যারা মাদক সেবন করেন তাঁরাও নেতা হতে পারবেন না। অবাঞ্ছিত কাউকে কোথাও নেতা করিও নাই, করবও না।’
প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, আজকের এই সমাগম হঠাৎ করে হয়নি। এই ১১টি ওয়ার্ডে ১১ জন কেন্দ্রীয় নেতা এসেছিলেন। তাঁরা মহানগরের সঙ্গে সদস্য সংগ্রহ করেছিলেন, মিটিংয়ের পর মিটিং করেছেন। তাঁদের উদ্যোগে আজ এ ব্যাপক সাড়া পড়েছে।
দলটির মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম বলেন, ‘আমি এমন নেতা চাই না, সারা রাতে স্লোগান দেবেন, কিন্তু সকালে রাজপথে থাকবেন না। যারা প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেন, যারা দলের প্রতিটি কর্মসূচিতেই অংশগ্রহণ করেন তাঁদেরকেই চাই।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর রহমান খান ইমরান। মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের হাজার হাজার নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২৫ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৯ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩৩ মিনিট আগে