বগুড়া প্রতিনিধি
বগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগের বগুড়া শহর শাখার সহসভাপতি আবীর হোসেন বিদ্যুৎ (২৭), ছাত্রলীগ কর্মী ওয়াজ মণ্ডল (২৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিন শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান শুরু করলে অপহৃত তিন শিক্ষার্থীকে ভোররাতে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে সেনাবাহিনী অপহরণকারীদের অবস্থান করা বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এ সময় সেখান থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের জব্দ করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের নামে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।
বগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগের বগুড়া শহর শাখার সহসভাপতি আবীর হোসেন বিদ্যুৎ (২৭), ছাত্রলীগ কর্মী ওয়াজ মণ্ডল (২৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিন শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান শুরু করলে অপহৃত তিন শিক্ষার্থীকে ভোররাতে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে সেনাবাহিনী অপহরণকারীদের অবস্থান করা বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এ সময় সেখান থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের জব্দ করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের নামে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।
অপহৃত লামিম আহমেদ ফয়সাল (১১) পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র। সে পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে। আর আটক অপহরণকারী পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার ধর্মগ্রামের আতিকুর রহমানের ছেলে সবুজ হোসেন (১৯)।
১২ মিনিট আগেরাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় জেলা শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পের চলমান কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে নথিপত্র সংগ্রহ এবং পরে সরেজমিন পরিদর্শন করে দুদকের দলটি। দুদকের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে
১৬ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু কাছির হাসান হীরা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেসড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র মারা গেছে। ৫ দিন পর গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০ মিনিট আগে