নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুড়িগঙ্গা নদীর পাড়ে বসে শিশুরা এঁকেছে নদীর ছবি, মাঝিরা অংশ নিয়েছে ডিঙি নৌকা প্রতিযোগিতায়, কিশোর-তরুণেরা অংশ নিয়েছে সাইকেল র্যালি ও মূকাভিনয়ে। ২৭ নভেম্বর বুড়িগঙ্গা নদী উৎসব সামনে রেখে আজ শুক্রবার বছিলা ব্রিজসংলগ্ন বুড়িগঙ্গা নদী ও নদীর পাড়ে এসব প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়াটারকিপার্স বাংলাদেশ।
কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালির উদ্বোধন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। এ সময় বাংলাদেশ সাইকেল লেন ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের সভাপতি মো. আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, সাবেক ফুটবলার কায়সার হামিদ, অভিনেতা ও চলচ্চিত্র নির্দেশক নাদের চৌধুরী, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, নোঙর সংগঠনের সভাপতি সুমন শামস প্রমুখ।
পরে সকাল সাড়ে ১০টার সময় নদী বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় শুরু হয় বুড়িগঙ্গা নদীর মাঝিদের অংশগ্রহণে ডিঙি নৌকা প্রতিযোগিতা। দুপুর ১২টায় নদী উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মূকাভিনয় পরিবেশন করে বাংলাদেশের বিশিষ্ট মূকাভিনয় সংগঠন দ্য মামার’স।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, 'নদী দূষিত হলে জীবনপ্রকৃতি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদী উৎসবে শিশুদের সবার আগে সম্পৃক্ত করা হয়েছে, যাতে কাগজের দৃশ্যপটে নদীর চিত্র ফুটে ওঠে। এতে তাদের হৃদয়ে নদীর জন্য ভালোবাসা তৈরি হবে। নদীর পাড়ে উৎসব করা হচ্ছে, যাতে নদীর কাছে বসেই সবাই নদীর কথা ভাবতে পারে। নদীকে দূষণমুক্ত করার স্লোগানে ডিঙি নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল আলোচনাসভা হবে এবং নদীকেন্দ্রিক মেলা অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য মানুষকে সচেতন করা। মানুষকে মেসেজ দেওয়া—নদীর স্বাস্থ্য ভালো থাকলে আমাদের নগরজীবন ভালো থাকবে। আমরা ভালো থাকব।'
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, 'ঢাকার চারপাশে নদী এখন নর্দমা আর ড্রেনে পরিণত হয়েছে। আগে তো এমন পরিস্থিতি ছিল না। বর্ষাকাল এলে নদী আমাদের দেশের উৎসবের অংশ হয়ে যায়, শীতকালে সেটা ম্লান হয়ে যায় দূষণের কারণে। আমরা চাই আমাদের দেশের নদীগুলো সারা বছর উৎসবের অংশ থাকুক। দূষণমুক্ত করে নদীগুলোকে যদি আগের অবস্থায় ফিরিয়ে না আনা যায়, তাহলে ঢাকাকে বাঁচানো যাবে না। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে না পারলে ঢাকার জলাবদ্ধতা কোনো দিন দূর হবে না।'
নদীকে নর্দমা রেখে ঢাকাকে তিলোত্তমা নগরী করা সম্ভব নয় জানিয়ে শরীফ জামিল বলেন, 'নতুন প্রজন্মসহ সরকারের নীতিনির্ধারণী মহল পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়ে নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে হবে।'
বুড়িগঙ্গা নদীর পাড়ে বসে শিশুরা এঁকেছে নদীর ছবি, মাঝিরা অংশ নিয়েছে ডিঙি নৌকা প্রতিযোগিতায়, কিশোর-তরুণেরা অংশ নিয়েছে সাইকেল র্যালি ও মূকাভিনয়ে। ২৭ নভেম্বর বুড়িগঙ্গা নদী উৎসব সামনে রেখে আজ শুক্রবার বছিলা ব্রিজসংলগ্ন বুড়িগঙ্গা নদী ও নদীর পাড়ে এসব প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়াটারকিপার্স বাংলাদেশ।
কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালির উদ্বোধন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। এ সময় বাংলাদেশ সাইকেল লেন ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের সভাপতি মো. আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, সাবেক ফুটবলার কায়সার হামিদ, অভিনেতা ও চলচ্চিত্র নির্দেশক নাদের চৌধুরী, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, নোঙর সংগঠনের সভাপতি সুমন শামস প্রমুখ।
পরে সকাল সাড়ে ১০টার সময় নদী বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় শুরু হয় বুড়িগঙ্গা নদীর মাঝিদের অংশগ্রহণে ডিঙি নৌকা প্রতিযোগিতা। দুপুর ১২টায় নদী উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মূকাভিনয় পরিবেশন করে বাংলাদেশের বিশিষ্ট মূকাভিনয় সংগঠন দ্য মামার’স।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, 'নদী দূষিত হলে জীবনপ্রকৃতি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদী উৎসবে শিশুদের সবার আগে সম্পৃক্ত করা হয়েছে, যাতে কাগজের দৃশ্যপটে নদীর চিত্র ফুটে ওঠে। এতে তাদের হৃদয়ে নদীর জন্য ভালোবাসা তৈরি হবে। নদীর পাড়ে উৎসব করা হচ্ছে, যাতে নদীর কাছে বসেই সবাই নদীর কথা ভাবতে পারে। নদীকে দূষণমুক্ত করার স্লোগানে ডিঙি নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল আলোচনাসভা হবে এবং নদীকেন্দ্রিক মেলা অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য মানুষকে সচেতন করা। মানুষকে মেসেজ দেওয়া—নদীর স্বাস্থ্য ভালো থাকলে আমাদের নগরজীবন ভালো থাকবে। আমরা ভালো থাকব।'
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, 'ঢাকার চারপাশে নদী এখন নর্দমা আর ড্রেনে পরিণত হয়েছে। আগে তো এমন পরিস্থিতি ছিল না। বর্ষাকাল এলে নদী আমাদের দেশের উৎসবের অংশ হয়ে যায়, শীতকালে সেটা ম্লান হয়ে যায় দূষণের কারণে। আমরা চাই আমাদের দেশের নদীগুলো সারা বছর উৎসবের অংশ থাকুক। দূষণমুক্ত করে নদীগুলোকে যদি আগের অবস্থায় ফিরিয়ে না আনা যায়, তাহলে ঢাকাকে বাঁচানো যাবে না। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে না পারলে ঢাকার জলাবদ্ধতা কোনো দিন দূর হবে না।'
নদীকে নর্দমা রেখে ঢাকাকে তিলোত্তমা নগরী করা সম্ভব নয় জানিয়ে শরীফ জামিল বলেন, 'নতুন প্রজন্মসহ সরকারের নীতিনির্ধারণী মহল পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়ে নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে হবে।'
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে