Ajker Patrika

নিউ মার্কেটের দোকান খুলতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৪: ৫১
নিউ মার্কেটের দোকান খুলতে শুরু করেছে

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল থেকেই আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট ছাড়া এর আশপাশের সব মার্কেটের দোকান খুলতে শুরু করেছে। 

আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট উত্তর, চন্দ্রিমা, ঢাকা ডি ব্লক মার্কেট ও বনলতা কাঁচাবাজার মার্কেটের বিভিন্ন তলায় দোকান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ না আসায় এখনো সেভাবে ক্রেতা পাচ্ছেন না তাঁরা।

চন্দ্রিমা মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালেই তাঁরা দোকান খুলেছেন। মার্কেটের জেনারেটর দিয়ে অল্প আলোর ব্যবস্থা করা হয়েছে। তবে বিদ্যুৎ না থাকায় ক্রেতারা ভেতরে প্রবেশ করতে পারছেন না।

মার্কেটের জেনারেটর দিয়ে অল্প আলোর ব্যবস্থা করা হয়েছেঅন্যদিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেটে গিয়ে দেখা গেছে প্রতিটি গলিতে জমে থাকা পানি পরিষ্কারে ব্যস্ত ব্যবসায়ীরা। ঈদের আগের দু-এক দিন বসার তোড়জোড় করছেন তাঁরা।

প্রসঙ্গত, গতকাল ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর থেকে বন্ধ ঘোষণা করা হয় মার্কেটগুলো। আজ থেকে দোকান খোলা শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত