মানিকগঞ্জ প্রতিনিধি
মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন, নির্বাচনী কাজে বাধাদানসহ কর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। আজ বুধবার দুপুরে উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়। দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে দেওয়ান জাহিদ বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর পক্ষে ভোট চাইতে গেলে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গুলি করে হত্যার হুমকি দেন নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার।
জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘আলী ইস্কান্দার আমার কর্মীদের ট্রাক মার্কার পক্ষে কাজ করলে গলা টিপে, হাত কেটে এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে হরিরামপুরে আমার এক কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে তারা। আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। তা ছাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
দেওয়ান জাহিদ বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছিল। এখন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আমার কর্মী-সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন তত বাড়ছে। এখন আমরা নির্বাচনে ভোটারের কাছে যাব, নাকি থানা-পুলিশ করব, নাকি রিটার্নিং কর্মকর্তার কাছে দৌড়াব।’
স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আমার আসনে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের কিছু বলে না। তারা শুধু আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়, মারধর করে।’ তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা, জনগণের শক্তি আমার সঙ্গে আছে। দু-চারটা চুনোপুঁটির হুমকির কারণে ভোট থেকে সরে যাওয়ার কারণ নেই। তারা আমার কিছু করতে পারবে না।’
এ সময় উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন, নির্বাচনী কাজে বাধাদানসহ কর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। আজ বুধবার দুপুরে উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়। দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে দেওয়ান জাহিদ বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর পক্ষে ভোট চাইতে গেলে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গুলি করে হত্যার হুমকি দেন নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার।
জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘আলী ইস্কান্দার আমার কর্মীদের ট্রাক মার্কার পক্ষে কাজ করলে গলা টিপে, হাত কেটে এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে হরিরামপুরে আমার এক কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে তারা। আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। তা ছাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
দেওয়ান জাহিদ বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছিল। এখন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আমার কর্মী-সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন তত বাড়ছে। এখন আমরা নির্বাচনে ভোটারের কাছে যাব, নাকি থানা-পুলিশ করব, নাকি রিটার্নিং কর্মকর্তার কাছে দৌড়াব।’
স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আমার আসনে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের কিছু বলে না। তারা শুধু আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়, মারধর করে।’ তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা, জনগণের শক্তি আমার সঙ্গে আছে। দু-চারটা চুনোপুঁটির হুমকির কারণে ভোট থেকে সরে যাওয়ার কারণ নেই। তারা আমার কিছু করতে পারবে না।’
এ সময় উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে