নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারনির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকার ঘোষণা প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা ১১টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।
সকাল সাড়ে ৮টায় মিরপুর-১৩ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে আসেন। সেখান থেকে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করেন। এরপর সাড়ে ৯টার দিকে কচুক্ষেত থেকে মিছিল নিয়ে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বর আইডিয়াল স্কুলের সামনে এসে অবস্থান নেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ১৩ নম্বর প্রিন্স প্লাজার সামনে পোশাকশ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। এখান থেকে কচুক্ষেত ১৪ নম্বরে যান এবং সেখানেও শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। পরে তাঁরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরের সামনে এসে অবস্থান করেন। পৌনে ১১টার দিকে শ্রমিকেরা যে যাঁর মতো সড়ক থেকে সরে যান।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, শ্রমিকেরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তাঁরা স্বেচ্ছায় সড়ক থেকে সরে গেছেন। এখন মিরপুরের যান চলাচল স্বাভাবিক।
হঠাৎ এই বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকেরা বেশির ভাগ মিরপুর-১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ পার্শ্ববর্তী গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
আন্দোলনরত ভিশন এমবিএ গার্মেন্টসের শ্রমিক জয়নুল ইসলাম বলেন, ‘আমাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে রাস্তায় নেমেছি। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, সেটা মানি না।’
গত বেশ কিছুদিন ধরেই মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু সরকারনির্ধারিত এই ঘোষণা প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে।
সরকারনির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকার ঘোষণা প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা ১১টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।
সকাল সাড়ে ৮টায় মিরপুর-১৩ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে আসেন। সেখান থেকে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করেন। এরপর সাড়ে ৯টার দিকে কচুক্ষেত থেকে মিছিল নিয়ে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বর আইডিয়াল স্কুলের সামনে এসে অবস্থান নেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ১৩ নম্বর প্রিন্স প্লাজার সামনে পোশাকশ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। এখান থেকে কচুক্ষেত ১৪ নম্বরে যান এবং সেখানেও শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। পরে তাঁরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরের সামনে এসে অবস্থান করেন। পৌনে ১১টার দিকে শ্রমিকেরা যে যাঁর মতো সড়ক থেকে সরে যান।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, শ্রমিকেরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তাঁরা স্বেচ্ছায় সড়ক থেকে সরে গেছেন। এখন মিরপুরের যান চলাচল স্বাভাবিক।
হঠাৎ এই বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকেরা বেশির ভাগ মিরপুর-১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ পার্শ্ববর্তী গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
আন্দোলনরত ভিশন এমবিএ গার্মেন্টসের শ্রমিক জয়নুল ইসলাম বলেন, ‘আমাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে রাস্তায় নেমেছি। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, সেটা মানি না।’
গত বেশ কিছুদিন ধরেই মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু সরকারনির্ধারিত এই ঘোষণা প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে।
পরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
৩০ মিনিট আগেনজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের
৩৫ মিনিট আগেচলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
২ ঘণ্টা আগে