Ajker Patrika

টানাটানিতে ফেটে গেল হাসিনার পলায়নের প্রতীকী হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২০: ০৬
প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ উড়িয়ে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ উদযাপন করা হয়। আজ মঙ্গলবার দুপুরে। সংগৃহীত
প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ উড়িয়ে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ উদযাপন করা হয়। আজ মঙ্গলবার দুপুরে। সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করেছে ছাত্র-জনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে তারা এ অনুষ্ঠান পালন করে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টা ২৫ মিনিটে এই ক্ষণ উদ্‌যাপন করা হয়। তবে এদিন বেলা ২টার দিকে ‘ফ্যাসিস্টের পলায়নের হেলিকপ্টার’ সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। একদল লোক সেগুলো টানাটানি করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশে থাকা অন্তত ১১ জন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফাইল ছবি
ফাইল ছবি

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয়েছে। এ সময় তারা স্লোগান দেয়, ‘পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে’, ‘এ মাত্র খবর এল, খুনি হাসিনা পালিয়ে গেল’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’সহ নানা স্লোগ্লান দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত