Ajker Patrika

নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

স্থিতাবস্থা থাকার পরও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জায়েদ খান। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম এই আবেদন করেন।

আহসানুল করিম বলেন, আদালতের নিষেধাজ্ঞার পরও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম চালাচ্ছেন। এ জন্যই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানান তিনি।

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। ওই দিন দুপুর ২টায় পরবর্তী শুনানি হবে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে বুধবার জায়েদের পক্ষে আংশিক শুনানি শেষে বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কিন্তু বৃহস্পতিবার এ নিয়ে শুনানি হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত