Ajker Patrika

কেন্দ্রনির্ভর হয়ে পড়েছে মানিকগঞ্জে আ.লীগের সহযোগী সংগঠনগুলো

মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
আপডেট : ২৬ জুন ২০২২, ১৫: ৩৬
কেন্দ্রনির্ভর হয়ে পড়েছে মানিকগঞ্জে আ.লীগের সহযোগী সংগঠনগুলো

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো কেন্দ্রনির্ভর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ ছাড়া বাকি সবগুলো সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতা-কর্মীরা কাউন্সিল না করে কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে আহ্বায়ক কমিটি বাগিয়ে নিয়ে আসছেন। সেই আহ্বায়ক কমিটির নির্দিষ্ট সময় পার হয়ে বছরের পর বছর কাটিয়ে দিলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারছে না। এতে জেলার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, ২০১৯ সালের ৬ মে যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাকে আহ্বায়ক এবং আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান জনিকে যুগ্ম আহ্বায়ক করে ঢাকায় বসে কমিটি ঘোষণা করা হয়। তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ স্বাক্ষরিত একটি প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। ২৫ সদস্যের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে সব উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করার নির্দেশ দেওয়া হয়। 

সেই ৯০ দিনের আহ্বায়ক কমিটি প্রায় তিন বছর পার করলেও জেলা সম্মেলন দূরে থাক, নানা কারণে উপজেলায়ও সম্মেলন করতে পারেনি। এরপরও তাদের কমিটিকে সফল দাবি করা হচ্ছে। অন্যদিকে ৯০ দিনের আহ্বায়ক কমিটি গত তিন বছরে পূর্ণাঙ্গ না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এরপর ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সৌমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি জেলা কৃষক লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আসেন। সেখানে এসে পূর্বের কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিভিন্ন কাজে অসন্তুষ্ট হয়ে তাৎক্ষণিক উপস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সমাপ্ত হোসেনকে আহ্বায়ক ও কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক বুলবুল আহম্মেদকে সদস্যসচিব করে ৭৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে যান। তিন মাসের জন্য তাৎক্ষণিক করে দেওয়া সেই কমিটি এক বছরের বেশি সময় পার করেছে, কিন্তু মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলা ছাড়া আর কোনো কমিটি করতে পারেনি। স্থানীয় সংসদ সদস্যরা সময় না দেওয়ার কারণে উপজেলা কৃষক লীগের কমিটি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।

অন্যদিকে ২০২১ সালের ২৬ জুলাই মানিকগঞ্জ জেলায় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার এম এ সিফাত কোরাইশী সুমনকে সভাপতি এবং দৌলতপুর উপজেলার রাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকায় বসে কমিটি দেয় কেন্দ্রীয় কমিটি। জেলায় ছাত্রলীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও কাউন্সিল না দিয়ে ছাত্রলীগের প্যাডে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আগামী এক মাস (জুলাই) এই কমিটির মেয়াদ রয়েছে। নেতা-কর্মীদের অভিযোগ, গত এক বছরে হরিরামপুর উপজেলার ঝিটকা কৌড়ি কলেজ এবং খাজা রহমত আলী ডিগ্রি কলেজের আহ্বায়ক কমিটি করে দেওয়া ছাড়া আর কোনো কমিটি করতে পারেনি ছাত্রলীগ। এমনকি জেলা শহরের পৌর ছাত্রলীগ ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ কমিটির মেয়াদ দীর্ঘদিন ধরে শেষ হয়ে যাওয়ার পরও সম্মেলনের মাধ্যমে তাঁরা কমিটি করতে পারেননি। আগামী এক মাসের মধ্যে করতে পারবেন না বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।

এদিকে ২০২২ সালের ২৩ মে তিন বছরের জন্য দুই সদস্যবিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এতে আবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে ঢাকায় বসে কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু দুই মাস পার হলেও কমিটি দূরে থাক, একটি সভাও করতে পারেননি স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের একাধিক সভাপতি বা সম্পাদক প্রার্থী থাকা সত্ত্বেও কোনো কাউন্সিল না দিয়ে কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় সংসদ।

অভিযোগ রয়েছে, স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ড আবুল বাশারের কাছে ম্যানেজ হয়ে ঢাকায় বসে পকেট কমিটি দিয়েছেন। এই কমিটি বাতিলের দাবিতে একাধিকবার প্রতিবাদ মিছিল করেছেন পদবঞ্চিতরা। 

অন্যদিকে ২০২২ সালের ১৮ জুন মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধভাবে কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে পদবঞ্চিতদের বিক্ষুব্ধ অনুসারীরা সম্মেলনে আসা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ আগত নেত্রীদের সার্কিট হাউসে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। 

মহিলা আওয়ামী লীগের নেত্রীদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সিঙ্গাইর উপজেলার বাসিন্দা আনোয়ারা খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আনোয়ারা খাতুন সিঙ্গাইর উপজেলার মূল আওয়ামী লীগের সহসভাপতি হলেও তিনি জেলা মহিলা আওয়ামী লীগ এমনকি সিঙ্গাইর উপজেলা মহিলা আওয়ামী লীগের কোনো সদস্য না হয়ে স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে কেন্দ্রীয় কমিটিকে ম্যানেজ করে অবৈধভাবে কমিটি বাগিয়ে নিয়েছেন। এ নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে। 

সর্বশেষ, ২০২২ সালে ২২ জুন মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক জেলা যুবলীগের নেত্রী রোমেজা আক্তার খান মাহিনকে আহ্বায়ক ও সালেহা জাহানকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঢাকায় বসে ঘোষণা দিয়েছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আকতার জেলায় কাউন্সিল না করে ঢাকায় বসে কমিটি ঘোষণা দেওয়ায় জেলা যুব মহিলা লীগের অনেক নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

অভিযোগ রয়েছে, এই কমিটির আহ্বায়ক মাহিন খান পরিচয় গোপন করে ঢাকায় থাকা তাঁর দুই মেয়েকে সদস্য বানিয়েছেন। এতে করে মূলধারার যুব মহিলা লীগের নারী নেত্রীরা বাদ পড়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের সিনিয়র এক নেতা বলেন, ‘তৃণমূলে খবর না নিয়ে এবং জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা না করে ঢাকায় বসে নিজস্ব প্যাডে দুজনের নাম বসিয়ে কমিটি দিয়ে বিরোধ সৃষ্টি করছে সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলো। সংসদ সদস্যদের অনুরোধে তাঁদের পছন্দের মানুষদের দিয়ে কমিটি দেওয়ায় মাঠের অনেক নেতা-কর্মী হারিয়ে যাচ্ছেন। এতে জাতীয় নির্বাচনসহ আন্দোলন-সংগ্রামে প্রভাব পড়তে পারে। এ কারণে কমিটি ঘোষণা হওয়ার আগে অবশ্যই জেলার নেতাদের সঙ্গে কথা বলে সম্মেলনের মাধ্যমে করতে পারলে একদিকে যেমন দলের জন্য মঙ্গল হবে, অন্যদিকে নেতা-কর্মীদের মধ্যে অভিযোগ-ক্ষোভ ও হতাশা থাকবে না।’

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগসহ তার সহযোগী যেকোনো কমিটিই কাউন্সিলের মাধ্যমে গঠিত হলে তা শক্তিশালী হবে এটাই স্বাভাবিক। ঢাকায় বসে কমিটি ঘোষণাটা দলের জন্য শুভলক্ষণ হবে না। তবে এটাও সত্য, কেন্দ্রীয় কমিটি ঢাকায় বসে যাদের নাম ঘোষণা করে কমিটি দিচ্ছে, তারা তাদের সম্পর্কে সব জেনে, খোঁজ-খবর নিয়েই ঘোষণা দিচ্ছে।

এদিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ তিন বছর আগে শেষ হয়েছে। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেছেন, যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির প্রয়োজন। জেলা আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে ভোটার এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে যোগ্যদের দিয়ে কমিটি হলে জেলা রাজনীতির জন্য ভালো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

বগুড়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া গেছে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোররাত ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। আজ রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়া যাওয়া গুলি পাওয়া যায়নি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানা-পুলিশের একটি সূত্র জানায়, গতকাল দিবাগত রাত ১২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত থানা পাহারার (সেন্ট্রি) দায়িত্বে ছিলেন কনস্টেবল অসিত কুমার। রাত আড়াইটার দিকে তিনি থানা থেকে বের হয়ে সাতমাথায় চা পান করতে যান। এ সময় তাঁর কাছে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া যায়।

ভোররাত ৪টায় কনস্টেবল নুরুজ্জামান দায়িত্ব বুঝে নেওয়ার সময় অসিত কুমার ১০ রাউন্ড গুলি খোয়া যাওয়ার ঘটনাটি প্রকাশ করেন। আজ সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও খোয়া যাওয়া গুলির হদিস পাওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, সদর থানা থেকে খোয়া যাওয়া গুলি এখনো পাওয়া যায়নি। সদর থানা থেকে এ-সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সভায় এক পুলিশ কর্মকর্তার গান (জামায়াতের গুণগান-সংবলিত) পরিবেশনের অভিযোগ উঠেছে। আজ রোববার এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

অভিযুক্ত মো. মহিবুল্লাহ পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই, সশস্ত্র)। তিনি বাগেরহাট পুলিশ লাইনসে কর্মরত। এর আগে সাতক্ষীরা পুলিশ লাইনসে ছিলেন তিনি।

তিন মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাতক্ষীরা–২ (সদর-দেবহাটা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের একটি নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত মো. মহিবুল্লাহ গান পরিবেশন করেন। মাঝে মাঝে নারায়ে তাকবির স্লোগান দিয়ে দর্শকদের উজ্জীবিত করেন।

সূত্রে জানা গেছে, পথসভাটি ৭ ডিসেম্বরের। সাতক্ষীরা শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া আমতলা মোড়ে ওই পথসভা হয়। সভায় ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। সভার মাঝপথে মো. মহিবুল্লাহ এই গান পরিবেশন করেন।

আরও জানা গেছে, পুলিশের ওই এএসআই সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত থাকাকালে আগরদাড়ির একটি মাহফিলে ইসলামি গান পরিবেশন করেছিলেন। তাঁর সংগীতে মুগ্ধ হয়ে মুহাদ্দিস আব্দুল খালেক তাঁকে পুরস্কৃত করেন। বাগেরহাটে বদলি হয়ে গেলেও তিনি খোঁজ নিয়ে ওই পথসভায় আসেন।

জানতে চাইলে এএসআই মো. মহিবুল্লাহ বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিইনি। মুহাদ্দিস আব্দুল খালেক আমাকে পুরস্কৃত করেছিলেন, সে কারণে আমি ইসলামি একটি সংগীত পরিবেশন করেছি’ বলেই লাইনটি কেটে দেন। পরে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম বলেন, ‘পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি স্টেজে উঠে সংগীত পরিবেশন করতে চান। আমরা নিষেধ করা সত্ত্বেও তিনি সংগীত পরিবেশন করেছেন।’

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন জানান, অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের পোশাক পরে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত নই। এমন কিছু ঘটে থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার অপবাদ দিয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষণের চেষ্টাকালে ওই গৃহবধূ কৌশলে পালিয়ে রক্ষা পান। গতকাল শনিবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধূ গতকাল রাতে আজাহার মিয়া (৪২) ও রাজিব মিয়া (৩৫) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

মামলার বাদী গৃহবধূ বলেন, ‘ঘটনার দিন বিকেলে শিশুসন্তান নিয়ে ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলাম। এ সময় আজাহার মিয়া ও রাজিব মিয়া আমার কক্ষের দরজা খুলতে বলেন। ঘরে অন্য পুরুষ রয়েছে—এমন অভিযোগ তুলে তাঁরা জোর করে শয়নকক্ষে ঢুকে পড়েন। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে তাঁরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের সরিয়ে দেন। এরপর শিশুকে জিম্মি ও স্বামীকে হত্যার ভয় দেখিয়ে ওই দুই ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে কৌশলে ঘর থেকে বেরিয়ে আসি।’

এলাকার একাধিক বাসিন্দার সঙ্গে কথা হলে তাঁরা বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এভাবেই এলাকায় প্রভাব বিস্তার করেন। সন্ধ্যার পর মদ পান করে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালান।

বাড়ির মালিক বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে। এলাকায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমার বাসার ভাড়াটের সঙ্গে যা হয়েছে, তা শতভাগ সত্য।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক নারী দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

সিলেট প্রতিনিধি
শিপন আহমদ। ছবি: সংগৃহীত
শিপন আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী নগর উপজেলায় সড়কের পাশ থেকে শিপন আহমদ (২৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাদীপুর ইউনিয়নে কেশবখালী নদীর পাড় থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। তবে তাঁর অটোরিকশাটি পাওয়া যায়নি। শিপনের স্বজন ও পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়।

শিপন আহমদ উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে ভাড়ায় চালিত রেজিস্ট্রেশনবিহীন (পরীক্ষামূলক) সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হলে আর বাড়িতে ফেরেননি শিপন। রাত গভীর হলেও শিপনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আজ সকাল ৯টার দিকে ওসমানী নগরের সাদীপুর ইউনিয়নের বেগমপুর-চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদীর পাড়ে শিপনের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, চালক শিপনকে হত্যা করে তাঁর অটোরিকশাটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ অটোরিকশাটি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত