নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
১ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
২ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
২ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
২ ঘণ্টা আগে