নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। গত সোমবার সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম এ চিঠি পাঠিয়েছেন। দুদকের একটি সূত্র আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আগামী ১৫ মের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বিএফআইইউকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠিতে বেনজীর আহমেদের স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।
সূত্র আরও জানায়, নগদ অর্থ ছাড়াও এফডিআর, সঞ্চয়পত্রসহ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক, সাব-রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বেনজীর আহমেদের সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর আর্থিক লেনদেনসহ সমস্ত তথ্য জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
এর আগে, ২২ এপ্রিল পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক। পরদিন ২৩ এপ্রিল এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী দুই মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। গত সোমবার সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম এ চিঠি পাঠিয়েছেন। দুদকের একটি সূত্র আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আগামী ১৫ মের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বিএফআইইউকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠিতে বেনজীর আহমেদের স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।
সূত্র আরও জানায়, নগদ অর্থ ছাড়াও এফডিআর, সঞ্চয়পত্রসহ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক, সাব-রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বেনজীর আহমেদের সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর আর্থিক লেনদেনসহ সমস্ত তথ্য জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
এর আগে, ২২ এপ্রিল পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক। পরদিন ২৩ এপ্রিল এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী দুই মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ধরে আন্দোলন করছেন। ২৮ এপ্রিল থেকে এ আন্দোলন চলছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত।
৫ মিনিট আগেচেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
৮ মিনিট আগেকুষ্টিয়ায় নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা গোসিঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে