Ajker Patrika

মশক নিধন অভিযানে ঢাকা উত্তরে এক লাখ, দক্ষিণে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মশক নিধন অভিযানে ঢাকা উত্তরে এক লাখ, দক্ষিণে আড়াই লাখ টাকা জরিমানা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ অভিযানে ১৪টি মামলায় প্রায় ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে ৭ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ৬০ হাজার টাকার বেশি জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। আজ বুধবার দুই সিটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪০ হাজার টাকা, মধুবাগ মগবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৫৩ হাজার ৫০০ টাকা এবং রোশাদিয়া কামারপাড়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় জরিমানা আদায় করা হয় এক লাখ ৯ হাজার ১০০ টাকা।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বকশিবাজার এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, অঞ্চল-৭ নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ও অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৭ মামলায় ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত