শরীয়তপুর প্রতিনিধি
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট যাওয়ার সময় পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকের একটি চরে আটকা পড়ে ফেরি ফরিদপুর। রোববার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে মাঝপদ্মায় চরে আটকা পড়ে ফেরিটি। ৩ ঘণ্টা আটকা থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি উদ্ধার করে শরীয়তপুরের মাঝিরঘাটে নিয়ে আসা হয়।
জানা যায়, ঝড়ের বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির সামনের অংশে থাকা র্যাম্প। এ ছাড়াও র্যাম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্স। রাত ২ টা ৩০ মিনিটে শিমুলিয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি।
ফেরিতে থাকা যাত্রী রাসেদুল আলম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, শিমুলিয়া থেকে ১৪টি ছোট-বড় যানবাহন ও ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে রাত আড়াইটার দিকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। রাত ৩টার দিকে মাঝনদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নদীতে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ফেরির সামনে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির ক্ষতিগ্রস্ত র্যাম্পের ধাক্কায় ফেরির সামনের দিকে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঝোড়ো বাতাসে কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে একটি চরে আটকা পরে ফেরিটি। ভোররাতে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও ফেরি আটকে পড়া নদীর ওই অংশে পানি কম থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। জোয়ারে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি চর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেরিটি মাঝিরঘাটে নিয়ে আসা হয়েছে।
ফেরি ফরিদপুরের মাস্টার শৈশব দে আজকের পত্রিকাকে বলেন, ‘শিমুলিয়া থেকে ছেড়ে আসার ৩০ মিনিট পর ঝড়ের কবলে পড়ি। ঝড়ের ঘূর্ণি বাতাসে ফেরিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এ সময় নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ফেরির সামনের অংশের ধাক্কা লাগে। খুঁটির ধাক্কায় ফেরির সামনের অংশে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরিটি পার্শ্ববর্তী একটি চরে নোঙর করে রাখি। নদীর অংশে পানির গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও নাব্যতা-সংকটে উদ্ধারকারী জাহাজ ফেরির কাছে পৌঁছাতে পারেনি। পরে সকাল ৬টার দিকে জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেলে ফেরিটি চালিয়ে মাঝিরঘাটে নিয়ে আসি।’
ঝড়ের কবলে পড়ে নদীতে ফেরি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির মাঝিরঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরিটি উদ্ধার করা হয়েছে। ফেরিটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ শুরু করা হয়েছে। কাজ শেষেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (মেরিন) আলী আহমদ জানান, ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ফেরিটি মাঝিরঘাটে যানবাহন নামিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়েছে। মেরিন বিভাগের প্রকৌশলীরা শিমুলিয়া ঘাটে থাকা ফেরিটি সংস্কারেরকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ফেরিটি সংস্কার শেষে বহরে যুক্ত হবে।
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট যাওয়ার সময় পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকের একটি চরে আটকা পড়ে ফেরি ফরিদপুর। রোববার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে মাঝপদ্মায় চরে আটকা পড়ে ফেরিটি। ৩ ঘণ্টা আটকা থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি উদ্ধার করে শরীয়তপুরের মাঝিরঘাটে নিয়ে আসা হয়।
জানা যায়, ঝড়ের বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির সামনের অংশে থাকা র্যাম্প। এ ছাড়াও র্যাম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্স। রাত ২ টা ৩০ মিনিটে শিমুলিয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি।
ফেরিতে থাকা যাত্রী রাসেদুল আলম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, শিমুলিয়া থেকে ১৪টি ছোট-বড় যানবাহন ও ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে রাত আড়াইটার দিকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। রাত ৩টার দিকে মাঝনদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নদীতে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ফেরির সামনে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির ক্ষতিগ্রস্ত র্যাম্পের ধাক্কায় ফেরির সামনের দিকে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঝোড়ো বাতাসে কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে একটি চরে আটকা পরে ফেরিটি। ভোররাতে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও ফেরি আটকে পড়া নদীর ওই অংশে পানি কম থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। জোয়ারে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি চর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেরিটি মাঝিরঘাটে নিয়ে আসা হয়েছে।
ফেরি ফরিদপুরের মাস্টার শৈশব দে আজকের পত্রিকাকে বলেন, ‘শিমুলিয়া থেকে ছেড়ে আসার ৩০ মিনিট পর ঝড়ের কবলে পড়ি। ঝড়ের ঘূর্ণি বাতাসে ফেরিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এ সময় নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ফেরির সামনের অংশের ধাক্কা লাগে। খুঁটির ধাক্কায় ফেরির সামনের অংশে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরিটি পার্শ্ববর্তী একটি চরে নোঙর করে রাখি। নদীর অংশে পানির গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও নাব্যতা-সংকটে উদ্ধারকারী জাহাজ ফেরির কাছে পৌঁছাতে পারেনি। পরে সকাল ৬টার দিকে জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেলে ফেরিটি চালিয়ে মাঝিরঘাটে নিয়ে আসি।’
ঝড়ের কবলে পড়ে নদীতে ফেরি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির মাঝিরঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরিটি উদ্ধার করা হয়েছে। ফেরিটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ শুরু করা হয়েছে। কাজ শেষেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (মেরিন) আলী আহমদ জানান, ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ফেরিটি মাঝিরঘাটে যানবাহন নামিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়েছে। মেরিন বিভাগের প্রকৌশলীরা শিমুলিয়া ঘাটে থাকা ফেরিটি সংস্কারেরকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ফেরিটি সংস্কার শেষে বহরে যুক্ত হবে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১২ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে