নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহবাগসংলগ্ন আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে উত্তেজনা দেখা দিয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর বর্তমান কমিটির নেতারা মার্কেটের সব ফটকে তালা লাগিয়ে দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে।
হঠাৎ এ ঘটনায় মার্কেটের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত বেরিয়ে যান। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর ফটকগুলো খুলে দেয়। তবে এরপরও পুরোপুরি স্বাভাবিকতা ফিরে আসেনি।
বিকেলের দিকে আজিজ সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, মার্কেটের ভেতরে লোকজন খুবই কম। দোতলার অধিকাংশ দোকানপাট বন্ধ।
মার্কেটের একটি বইয়ের দোকানের কর্মচারী জানান, গত বুধবার রাতে বর্তমান কমিটির নেতাদের সঙ্গে অপর পক্ষের বাগ্বিতণ্ডা হয়। দুর্গাপূজার কারণে বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। তবে আজ দুপুরে জুমার নামাজের পর আবারও উত্তেজনা দেখা দিলে বর্তমান কমিটির নেতারা ভেতর থেকে ফটকগুলোতে তালা লাগিয়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, ‘প্রায় পাঁচ দিন ধরে সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব চলছে। এর প্রভাবেই বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। আজ খোলার পরও দুপুরের পর উত্তেজনা শুরু হয়। আমরা আতঙ্কে দোকান বন্ধ করে বাসায় চলে যাই।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একটি পক্ষ নতুন কমিটি গঠনের পক্ষে, অপর পক্ষ এর বিপক্ষে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে আজ দুপুরে একটি পক্ষ মার্কেটের কলাপসিবল গেটগুলো বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ফটক খুলে দেয়।
ওসি জানান, বর্তমানে মার্কেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
রাজধানীর শাহবাগসংলগ্ন আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে উত্তেজনা দেখা দিয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর বর্তমান কমিটির নেতারা মার্কেটের সব ফটকে তালা লাগিয়ে দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে।
হঠাৎ এ ঘটনায় মার্কেটের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত বেরিয়ে যান। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর ফটকগুলো খুলে দেয়। তবে এরপরও পুরোপুরি স্বাভাবিকতা ফিরে আসেনি।
বিকেলের দিকে আজিজ সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, মার্কেটের ভেতরে লোকজন খুবই কম। দোতলার অধিকাংশ দোকানপাট বন্ধ।
মার্কেটের একটি বইয়ের দোকানের কর্মচারী জানান, গত বুধবার রাতে বর্তমান কমিটির নেতাদের সঙ্গে অপর পক্ষের বাগ্বিতণ্ডা হয়। দুর্গাপূজার কারণে বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। তবে আজ দুপুরে জুমার নামাজের পর আবারও উত্তেজনা দেখা দিলে বর্তমান কমিটির নেতারা ভেতর থেকে ফটকগুলোতে তালা লাগিয়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, ‘প্রায় পাঁচ দিন ধরে সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব চলছে। এর প্রভাবেই বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। আজ খোলার পরও দুপুরের পর উত্তেজনা শুরু হয়। আমরা আতঙ্কে দোকান বন্ধ করে বাসায় চলে যাই।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একটি পক্ষ নতুন কমিটি গঠনের পক্ষে, অপর পক্ষ এর বিপক্ষে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে আজ দুপুরে একটি পক্ষ মার্কেটের কলাপসিবল গেটগুলো বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ফটক খুলে দেয়।
ওসি জানান, বর্তমানে মার্কেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। ৫, ৯ ও ১৬ অক্টোবর রংপুরসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় পদযাত্রা, গণমিছিল, গণসমাবেশ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, এই অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি..
১১ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
২৬ মিনিট আগেরাজধানীর রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে লেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ। সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
৪২ মিনিট আগেবাগেরহাটে দুর্বৃত্তের হামলায় হায়াত উদ্দিন (৪২) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ভোরের চেতনা নামক একটি পত্রিকার রিপোর্টার হিসেবে বাগেরহাটে কাজ করতেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে