Ajker Patrika

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধনসংক্রান্ত রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২২, ২০: ২৪
মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধনসংক্রান্ত রিট খারিজ

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আর না চালানোর কথা জানানোর পর আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুল খারিজ করে দেন। 

 ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে অধিকার। সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন অনুসারে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। 

এদিকে চলতি বছরের ৫ জুন এনজিওবিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। পরে এনজিওবিষয়ক ব্যুরোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অধিকার একটি সম্পূরক আবেদন করে। 

বুধবার এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এনজিওবিষয়ক ব্যুরোর সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে। আর ৫ জুনের সিদ্ধান্ত নিয়ে ১৪ জুন করা সম্পূরক আবেদনটি উপস্থাপন করছি না।’ এরপর আদালত রিট এবং সম্পূরক আবেদন খারিজ করে দেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত