নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আর না চালানোর কথা জানানোর পর আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুল খারিজ করে দেন।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে অধিকার। সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন অনুসারে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
এদিকে চলতি বছরের ৫ জুন এনজিওবিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। পরে এনজিওবিষয়ক ব্যুরোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অধিকার একটি সম্পূরক আবেদন করে।
বুধবার এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এনজিওবিষয়ক ব্যুরোর সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে। আর ৫ জুনের সিদ্ধান্ত নিয়ে ১৪ জুন করা সম্পূরক আবেদনটি উপস্থাপন করছি না।’ এরপর আদালত রিট এবং সম্পূরক আবেদন খারিজ করে দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আর না চালানোর কথা জানানোর পর আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুল খারিজ করে দেন।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে অধিকার। সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন অনুসারে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
এদিকে চলতি বছরের ৫ জুন এনজিওবিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। পরে এনজিওবিষয়ক ব্যুরোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অধিকার একটি সম্পূরক আবেদন করে।
বুধবার এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এনজিওবিষয়ক ব্যুরোর সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে। আর ৫ জুনের সিদ্ধান্ত নিয়ে ১৪ জুন করা সম্পূরক আবেদনটি উপস্থাপন করছি না।’ এরপর আদালত রিট এবং সম্পূরক আবেদন খারিজ করে দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৬ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৮ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৪ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে