Ajker Patrika

এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুলের বাসায় পুলিশ, ডিএমপির দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিখোঁজ বাবা সাজেদুল ইসলামের ছবি হাতে মেয়ে আরওয়া ইসলাম। ছবি: সংগৃহীত
নিখোঁজ বাবা সাজেদুল ইসলামের ছবি হাতে মেয়ে আরওয়া ইসলাম। ছবি: সংগৃহীত

প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তেজগাঁও থানা-পুলিশ গেলে উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শাহিনবাগের ওই বাসায় গিয়ে পুলিশ সদস্যরা পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছে সাজেদুলের পরিবার।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী ও সাজেদুলের বোন সানজিদা ইসলাম বলেন, ‘২০১৩ সালে আমার ভাই গুম হয়েছেন। অথচ এখন তাঁর নামে থাকা পুরোনো মামলায় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বাসায় এসেছে। এটা কীভাবে সম্ভব?’ তিনি অভিযোগ করেন, পুলিশের আচরণ ছিল রহস্যজনক ও আপত্তিকর।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ সদস্যরা সুমনকে চিনতেন না। অনেকগুলো পরোয়ানা ছিল, সেগুলো নিয়েই তাঁরা গিয়েছিলেন।’

এদিকে ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...