Ajker Patrika

ডিএনসিসির সেবা পেতে মার্চ থেকে লাগবে করোনা টিকার সনদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএনসিসির সেবা পেতে মার্চ থেকে লাগবে করোনা টিকার সনদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক সেবা পেতে আগামী এক মার্চ থেকে করোনা টিকার সনদ লাগবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসির মেয়র বলেছেন, ‘সরকার সবার জন্য টিকার ব্যবস্থা করেছে। কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না। সবাইকে টিকার আওতায় আসতে হবে। ডিএনসিসি এলাকার যেসব বাসিন্দারা অন্তত এক ডোজ টিকাও নেবে না আগামী এক মার্চ থেকে তাদের সেবা প্রদান বন্ধ করে দেওয়া হবে।’ 

আজ বৃহস্পতিবার গণ টিকাদান কর্মসূচি উপলক্ষে গুলশান-২ থেকে শুরু হওয়া ডিএনসিসির জনসচেতনতামূলক শোভাযাত্রায় মেয়র এসব কথা বলেন। শোভাযাত্রাটি গুলশান-২ হতে শুরু করে গুলশান-১ এর সড়কগুলো প্রদক্ষিণ করে তিতুমীর কলেজ প্রাঙ্গণ হয়ে মহাখালী কাঁচাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘টিকা নিতে কোনো পয়সা দিতে হবে না। অনেকের প্রয়োজনীয় কাগজ না থাকায় টিকা পেতে সমস্যায় পড়ছেন। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও টিকা নিতে পারবে। আমরা চাই সবাই টিকা নিক। নিজে বাঁচলে বাপের নাম। ১৮ বছরের নিচে ১২ বছরের ওপরের বয়সীদের জন্য আলাদা বুথ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী মানুষ পাবে ফাইজার টিকা। তার চেয়ে বেশি বয়সী মানুষেরা পাবে সিনোভ্যাক টিকা।’ 

ডিএনসিসি সূত্র বলছে, গতকাল থেকে গণ টিকা কর্মসূচি শুরু হয়েছে। গতকাল প্রথম দিন টিকা দেওয়া হয়েছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৯ হাজার মানুষকে। তবে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার। এই টিকাদান চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। তবে শেষ দিন ২৬ তারিখ বড় পরিসরে টিকা দেওয়া হবে প্রত্যেক ওয়ার্ডের ৯টি কেন্দ্রে। ওই দিন ডিএনসিসির ৪৮৬ বুথে দেওয়া হবে টিকা। চার দিনের টিকাদানের কর্মসূচিতে ডিএনসিসির দুই লাখ ৪৩ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 

ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিন দিন ডিএনসিসি এলাকায় গাড়িতে করে প্রচারণা চালাবে বাউল দল। একই সঙ্গে বিতরণ করা হবে মাস্ক। টিকা গ্রহণকারীদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা বিশেষ কার্ড পাবেন। প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে পারলে পরে অনলাইনে টিকা সনদ নিতে পারবেন।’ 

ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ। 

মেয়রের অপেক্ষায় তিন ঘণ্টার ভোগান্তি
গুলশান-২ এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে আট থেকে অপেক্ষা করছিলেন রহমতুল্লাহ (১৪)। তিনি বনানী বিটিসিএল টিঅ্যান্ডটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়েন। রহমতুল্লাহ আজকের পত্রিকাকে জানান, তাদের মাদ্রাসা থেকে ১০০ শিক্ষার্থী টিকা দিতে আসেন। কিন্তু মেয়র আতিকুল ইসলাম আসার অপেক্ষায় বেলা ১১টা পর্যন্ত কাউকে টিকা দেওয়া হয়নি। ১১টার সময় মেয়র শোভাযাত্রা উদ্বোধন করার পর টিকাদান কর্মসূচি শুরু হয়। বয়স ১৮ বছরের নিচে হওয়ায় দুপুর সাড়ে ১২ টির সময়ও রহমতুল্লা টিকা পায়নি। কারণ তাদের জন্য তখনো কেন্দ্রে ফাইজার টিকা পৌঁছায়নি। 

বিটিসিএল টিঅ্যান্ডটি মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন বলেন, ‘সকল সাড়ে আটটা থেকে মাদ্রাসার ছাত্ররা টিকার জন্য অপেক্ষা করছে। ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে তাদের অবস্থা খুবই খারাপ।’ 

ডিএনসিসির গুলশান-২ মার্কেটের কেন্দ্র থেকে টিকা নিয়েছেন তাসফিয়া আক্তার (১৮)। তিনি বলেন, ‘সকাল থেকে দাঁড়িয়ে আছি। টিকা পেয়েছি দুপুর ১২টার সময়। মেয়রের জন্য সবাইকে দাঁড় করিয়ে রাখছে। প্রথম থেকে টিকা দেওয়া শুরু করলে মানুষের ভোগান্তি হতো না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত