ধামরাই (ঢাকা) প্রতিনিধি
এক জেলেকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. কালাম এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাকে এই ঘর দিতে চেয়েছিলেন ইউপি সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অনিল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের জন্য এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দেবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।’
আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না। ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি সাক্ষী আছে আমার লগের মানুষই।’
নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রি পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রি দিচ্ছেন। কিন্তু সরকারি ঘর দেওয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিয়েছে এটা অমানবিক। এ রকম করে প্রধানমন্ত্রীর আরও বদনাম করছে এই সব জনপ্রতিনিধিরা।
ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম ঘুরিয়ে পেঁচিয়ে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘কে বলছে এই কথা। আমি তা হলে অনিলকে আসতে বলি আমার সামনে তাঁকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা পয়সা লাগে না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক জেলেকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. কালাম এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাকে এই ঘর দিতে চেয়েছিলেন ইউপি সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অনিল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের জন্য এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দেবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।’
আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না। ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি সাক্ষী আছে আমার লগের মানুষই।’
নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রি পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রি দিচ্ছেন। কিন্তু সরকারি ঘর দেওয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিয়েছে এটা অমানবিক। এ রকম করে প্রধানমন্ত্রীর আরও বদনাম করছে এই সব জনপ্রতিনিধিরা।
ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম ঘুরিয়ে পেঁচিয়ে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘কে বলছে এই কথা। আমি তা হলে অনিলকে আসতে বলি আমার সামনে তাঁকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা পয়সা লাগে না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে