ধামরাই (ঢাকা) প্রতিনিধি
এক জেলেকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. কালাম এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাকে এই ঘর দিতে চেয়েছিলেন ইউপি সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অনিল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের জন্য এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দেবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।’
আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না। ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি সাক্ষী আছে আমার লগের মানুষই।’
নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রি পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রি দিচ্ছেন। কিন্তু সরকারি ঘর দেওয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিয়েছে এটা অমানবিক। এ রকম করে প্রধানমন্ত্রীর আরও বদনাম করছে এই সব জনপ্রতিনিধিরা।
ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম ঘুরিয়ে পেঁচিয়ে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘কে বলছে এই কথা। আমি তা হলে অনিলকে আসতে বলি আমার সামনে তাঁকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা পয়সা লাগে না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক জেলেকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. কালাম এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাকে এই ঘর দিতে চেয়েছিলেন ইউপি সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অনিল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের জন্য এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দেবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।’
আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না। ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি সাক্ষী আছে আমার লগের মানুষই।’
নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রি পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রি দিচ্ছেন। কিন্তু সরকারি ঘর দেওয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিয়েছে এটা অমানবিক। এ রকম করে প্রধানমন্ত্রীর আরও বদনাম করছে এই সব জনপ্রতিনিধিরা।
ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মো. কালাম ঘুরিয়ে পেঁচিয়ে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘কে বলছে এই কথা। আমি তা হলে অনিলকে আসতে বলি আমার সামনে তাঁকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা পয়সা লাগে না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে মিষ্টির দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকালে রাঙামাটি মহাসড়কের ইছাপুর ফয়জিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মো. সাইফুল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুনে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
৪ মিনিট আগেমুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা অনেক ধরনের থিওরিটিক্যাল (তাত্ত্বিক) আলোচনা করেছি, সেসব আর করতে চাই না। আমরা চাই জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে। কিন্তু সেটা একবারেই হবে না, তাই আমাদের ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’
৭ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি নির্মলেন্দু দাশ রানাকে (৪৭) সিলেট মহানগরীতে মারধর করা হয়েছে। ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকায় তাঁকে আটকে মারধর করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
১১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘ড. ইউনূসের এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’ এ সময় নির্বাচনে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
২০ মিনিট আগে